অযত্নকৃত নববর্ষের শুভেচ্ছা

নিরব সাগর ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৮:৫৭:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

নতুন বছর উদযাপনের নামে মানুষ যে অমানুষিকতার পরিচয় বহন করেছে তারা নিজেও জানেনা।
নিজের জীবনের সবচাইতে বড় ক্ষতিটা দেখার পরেও মানুষ যে কিভাবে মজায় মাততে পারেন আমার বুঝে আসেনা ।
মানুষ কি হিতাহিত জ্ঞান ভুলে বিবেকহীন পশু হয়ে যাচ্ছে যে, তারা নিজের ক্ষতি তাও বুঝতে পারে না।
আগে জানতাম পাগল ও তার ভালোটা বোঝে এখন দেখছি ভালো মানুষ ও তার ক্ষতিটা বোঝেনা।
সময় যে কত মূল্যবান মানুষ নিজে সেটা একবার অনুধাবন করতো, তাহলে একটা বছর সমান সমান কতগুলো সময় অপচয় হয়ে গেছে এইটা হিসাব করতো আগে।
তার পরেও কেউ যখন খোঁজ রাখে না সেই সময়টার ।দিনশেষে সেই সব মানুষদের জন্য রইল আমার হ্যাপি নিউ ইয়ার ।

365 দিন আগেও এরকম ঘটা করে নববর্ষ উদযাপন করে, একটা বছরের বাকি 364 দিনের  কোনো খোঁজ না রেখে লাভ কি ?প্রত্যেকের জীবনের প্রতিটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা কি করছি ?

365 তম দিন নেচে-গেয়ে পার করছি। অনশ্রুতি অসম্পন্ন গান বাজনা বাজাচ্ছি ।কোন লাভ নাই ভাই,বাকি 364 দিন যদি এইভাবে নেচে-গেয়ে, গানবাজনা করে কাটানো যেত, তবেই নববর্ষ এত ঘটা করে উদযাপন করা যায় ।এছাড়া এই নববর্ষ উদযাপন মানে হয়না।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ