অমানুষ

এজহারুল এইচ শেখ ৩০ এপ্রিল ২০১৩, মঙ্গলবার, ০১:৪৭:৪৬অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

মানুষের কেমন চোখ আছে, মুখ আছে,
কান আছে,দুই পা আছে,দুই হাত আছে,
ডান হাত যখন কথা বলে, বাম হাত
তখন বাঁ দিকে চলে,ডান পা যখন
এক পা এগিয়ে চলে,বাম পা তখন
তিন পা আরও এগিয়ে চলে ,আমার
চলে না ! আমি জামরুল গাছের
গোড়ায় বসে থাকি ডাইনি হয়ে!
সবাই ভাবে মানুষ!আমি-ই অমানুষ!

সবারই দল থাকে,বল থাকে
ধার থাকে,ভার থাকে,হাতের
মাথায় তেল থাকে,বুকের খোলে
ভর থাকে,সময়ে ঠোঁট দুটো
বেশ চাওড়া থাকে ,আমার নেই!
আমি হাতে গাল নিয়ে শূন্যে থাকি,
মেঘ হয়ে ঢেকুর তুলে ডাকি!
সবাই ভাবে মানুষ!!আমি-ই অমানুষ!

সবাই নিজেকে ধারন করে,ধর্ম
করে,শাসন করে,নিজ-সুখের
জন্য পুণ্য করে স্বর্গাভিমুখি ,
জলকেলিতে আমি জল মাখি,
পার্বত্য মূষিক হয়ে দাঁড়িয়ে থাকি!
আর জল উপর থেকে নিচে গড়িয়ে যায়!
সবাই ভাবে মানুষ ! আমি-ই অমানুষ!

মানুষ কত কি বানায়!কবিতা বানায়!
গল্প বানায়!ঘর বানায়, মসজিদ বানায়,
মন্দির বানায়,গির্জা বানায়,ওখানে নিজের
একটা ছোট ঘর ও বানায়!আমি শুধু
দিন রাতের মন খারাপের অকবিতা বানায়!
সবাই ভাবে মানুষ!আমি-ই অমানুষ!

@ Home
Date-30/04/13
Time-2:17am

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ