অমর পাল

নবকুমার দাস ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৬:১৮:০৩অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
Google

আপনি মশাই সেই বোস্টম গায়েন

যিনি করুণ-রসে ভিজিয়ে দেন অঘ্রানের শিশিরের মত

আমার মত অতিদু্র্বল দুর্বাদলশ্যাম মন ।

প্রতি ভোরে হাহাকার ওঠে হৃদিতন্ত্র জুড়ে,

“রাই জাগো, রাই জাগো – – -”
অদেখা গোষ্ঠে কানু মন ছুটে যায় বারবার, অধরা মাধুরীপানে
বিনি সুতোর মালা দুলতে থাকে গৌর অঙ্গে,
চৌপহর ভজতে থাকেন নিত্যানন্দ
অনাথের নাথ গৌরা রে…

আপনি মশাই আমাদের স্বর্গত ঠাকুরদা অথবা মাতামহ আম বাঙালির,
করুন প্রেমে ডোবালেন কালীদহে,
স্যুররিয়্যাল কাকভোরে মাধবীনিকুঞ্জে
নাগরিক নিধুবনে …

৭৫৩জন ৬৮০জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ