- ছোট্টা ছোট্টা শব্দে
- বসে আছি আমি
- অব্দের পর অব্দে,
- একাকি অমরত্বের লাভের সন্ধানে
- কেমনে আমি আমার
- নামকে ধরার বুকে করব অক্ষয়
- শুধু আমার জীবনে
- সবচেয়ে বড় প্রত্যাশা
- লিখব কীর্তিমানের সারিতে
- আমার নাম খানি।
- নেই আমার মনে সুখ
- শুধু আমার চিন্তা,
- কীভাবে রচিতে পারি
- অমর কীর্তি কাব্য
- যেমন রচিল
- নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ
- যদি আমি তেমন কিছু
- সুর তালে লিখে যায় ছন্দ।
- জানি না হব কিনা তাদের মতো
- মানবের কাছে সমাদৃত,
- আমি একটা কবিতা লিখে
- মানব মনে আমরা জন্য রেখা টানতে চাই।
- যদি হয় ভালো
- সেটা থাকবে আজীবন,
- যদি হয় ব্যর্থ
- তাহলে আমার জীবন
- ধরা থেকে হবে ছন্দ পতন।
- রচনাকালঃ
- ০৩/০২/২০২১
৯৪জন
১৪জন
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
শেষ পর্যন্ত ভালোটাই থাকে।
শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কবির স্বাদ পূরণ হোক — আমি একটা কবিতা লিখে
মানব মনে আমরা জন্য রেখা টানতে চাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম অনেক সুন্দর মন্তব্য পেয়ে ধন্য আমি
শুভকামনা রইল