অমনিবাস তব প্রতীক্ষা

অনন্য অর্ণব ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০২:৪৪:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

 

যদি আকাশ ভেঙ্গে পড়ে মেঘেদের ভারে কভু
বাতায়নে না’ই থাকে বাতাসের ঢেউ,
মনের গহীনে তব আশার প্রদীপ জ্বেলে-
খুঁজে নিও মোরে প্রিয়- জানবেনা কেউ।।
বুনো ফুলে খোঁপা বেঁধে পেয়েছ কি সুখ তুমি
প্রজাপতি মন যার ষোলটি বছর
বন্দি মনের ঘরে যে পুরুষ ভর করে –
কতটা আপন তার কতখানি পর ।।
জীবন ফুরিয়ে যাবে সময়ের মহাস্রোতে
ভুলে যাবে পৃথিবীর মায়া,
ওপারে আঁধার ঘন আলো হয়ে পাশে রবো
অনন্ত সে আমি হবো তব ছায়া ।।
৩৮৬জন ২৫৮জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ