অভিশাপগুলো কুকুরদের প্রতি

হালিম নজরুল ৪ অক্টোবর ২০২০, রবিবার, ১১:০৬:১৭অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

 

ঐ যে কতক কুকুর দেখ রাস্তা দিয়ে হেঁটে যায়
রাত এলো কি দুপুরবেলা আলোর রেখা কেটে যায়
ঐ যে দেখ কুকুরগুলো শুকতে থাকে গন্ধ মা'র
একবারও সে ভাবে নাকো ওরা মা-বোন-মেয়ে কার

শকুনগুলো ভাগাড়পানে যেমনে খোঁজে গরুর লাশ
কুকুরগুলো তেমন দেখে আমার মায়ের চতুর্পাশ
জিহ্বা দিয়ে লালা ঝরে মাথা নেশায় বিকৃত
হামলে পড়ে বোনের উপর কর্ম করে ধিকৃত

দিনের আলোয় পথের কালোয় আমার মা-বোন ধর্ষিত!
হায়নাগুলো যাক রে নিপাত, হোক অভিশাপ বর্ষিত।
কার্তিকের ওই কুকুরগুলো নিধন কর বিষ দিয়ে
নইলে খাবে রাষ্ট্র - জাতি ইচ্ছে মতো শিষ দিয়ে।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ