ঐ যে কতক কুকুর দেখ রাস্তা দিয়ে হেঁটে যায়
রাত এলো কি দুপুরবেলা আলোর রেখা কেটে যায়
ঐ যে দেখ কুকুরগুলো শুকতে থাকে গন্ধ মা’র
একবারও সে ভাবে নাকো ওরা মা-বোন-মেয়ে কার
শকুনগুলো ভাগাড়পানে যেমনে খোঁজে গরুর লাশ
কুকুরগুলো তেমন দেখে আমার মায়ের চতুর্পাশ
জিহ্বা দিয়ে লালা ঝরে মাথা নেশায় বিকৃত
হামলে পড়ে বোনের উপর কর্ম করে ধিকৃত
দিনের আলোয় পথের কালোয় আমার মা-বোন ধর্ষিত!
হায়নাগুলো যাক রে নিপাত, হোক অভিশাপ বর্ষিত।
কার্তিকের ওই কুকুরগুলো নিধন কর বিষ দিয়ে
নইলে খাবে রাষ্ট্র – জাতি ইচ্ছে মতো শিষ দিয়ে।
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ঐ যে কুকুরগুলো চুষচ্ছে রক্ত আমার মা বোনের
নিজ মা-বোনদের শ্রদ্ধা ,নাই রুচি কুত্তাগুলোর।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভাইয়া। এরা কুকুরের চেয়েও অনেক অনেক অধম, নিকৃষ্ট। কতটা পাশবিক, নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে ভাবতেই গায়ে কাঁটা দেয়। এদের মধ্যে কি এতটুকু মা, বোনের কথা মনে আসেনা? মাঝে মাঝে মনে হয় এরা এ সমাজের, পৃথিবীর নয় অন্য গ্রহের বাসিন্দা। কিভাবে পারে এতোটা নিকৃষ্ট, নির্মম হতে!! শুভ কামনা রইলো
হালিম নজরুল
জানোয়ারের চেয়েও অধম এরা।
ফয়জুল মহী
যারা ধর্ষণ করে এদের পরিবার কেন ত্যাজ্য করে না
হালিম নজরুল
সেটাই একটা বড় প্রশ্ন।
বন্যা লিপি
এদেরকে কুকুর বলতেও বাঁধে। কুকুরেরও চরিত্র আছে। এদের উচিত বিবস্ত্র করে গাছের সাথে ঝুলিয়ে তিলে তিলে, খুঁচিয়ে খুঁচিয়ে মারা।
হালিম নজরুল
ঠিকই বলেছেন আপা, এরা কুকুরের চেয়ে অধম।
ছাইরাছ হেলাল
এর শেষ কথায় কীভাবে আমরা কিছুই জানিনা,
শুধু আক্ষেপটুকু ছাড়া।
হালিম নজরুল
তবুও প্রত্যাশায় থাকি ভাল কিছুর।
সুপায়ন বড়ুয়া
“দিনের আলোয় পথের কালোয় আমার মা-বোন ধর্ষিত!
হায়নাগুলো যাক রে নিপাত, হোক অভিশাপ বর্ষিত।”
পথের ধারে দাড় করিয়ে শিশ্ম কেটে করো বঞ্চিত।
ভাল লিখলেন। শুভ কামনা।
হালিম নজরুল
ঠিক বলেছেন দাদা।
রোকসানা খন্দকার রুকু
একের পর এক ঘটনা ঘটছে। ফাঁসি হচ্ছে। তারপরও কুকুরদের লজ্জা ভয় কিছুই নেই।
অনেক কিছু বলা দরকার। বললে আমারেই ধরে নিয়ে যাবে।
হালিম নজরুল
এরা কুকুরেরও অধম।
সুরাইয়া পারভীন
কী জানি কবে পরিত্রাণ মিলবে এর থেকে?
এই সব আর নিতে পারছি না
মেয়ে হয়ে জন্মানোই কী আজন্ম পাপ?
হালিম নজরুল
তবুও অপেক্ষায় থাকি সুন্দর দিনের।
আরজু মুক্তা
এরা কুকুরেরও চেয়ে অধম।
এদের লিঙ্গ কেটে কুকুরকে খাওয়ানো উচিত
হালিম নজরুল
ঠিক বলেছেন আপু।
শামীম চৌধুরী
ধর্ষকদের ধিক্কার জানাই।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
তৌহিদ
নরপশু হায়েনাদের কঠোর শাস্তি চাই। বিচারের দীর্ঘসূত্রিতা রোধে দায়িত্বশীলদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ভালো থাকুন ভাই।
হালিম নজরুল
ঠিক বলেছেন ভাই, বিচারের দীর্ঘসূত্রিতাও অনেকাংশে দায়ী।
রেহানা বীথি
লেখায় এভাবেই চলুক প্রতিবাদ।
ধিকৃত হোক বর্বরেরা।
চমৎকার লিখেছেন।
হালিম নজরুল
প্রতিবাদের সঙ্গী হবার জন্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
কিভাবে এই কুকুর দমন হবে জানিনা ভাই,
এত এত ঘটনার পরেও রাষ্ট্র নির্বিকার।
১৯৯১ সন হতে দেশের প্রধানমন্ত্রী নারীরা, অথচ নারীত্বের অপমান দমনের জন্য কঠোর আইন নেই।
গত কয়েকদিনের ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরেছি।
শুভ কামনা আপনার জন্য।
হালিম নজরুল
আসলেই জাতির জন্য এ চরম লজ্জার ভাই। ধন্যবাদ আপনাকে।