অভিমান

জাহাঙ্গীর আলম অপূর্ব ২ মে ২০২১, রবিবার, ০১:৫৬:৪০অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

বসন্তের আগমনে পত্র ঝরা বৃক্ষের

নিচের আমি সেই বিদীর্ণ প্রহরে তোমায়,

 পুষ্পরিত ভালোবাসা নিবেন করেছিলাম,

তুমি তো আমাকে শিখিয়েছিল প্রেয়সী,

নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে,

 সত্যি তুমিই শিখিয়েছিল,ওগো প্রেয়সী।

আজ বসন্তের আগমনে কোকিল গায়

চারদিকে পত্র শূন্যে বৃক্ষের শাখে পুষ্পশোভা পেয়েছে ,

সেই আনন্দ ঘন মূহুর্তে

শুধু তুমি নেই, গো প্রেয়সী,

শুধু তুমি নেই।

সামান্য আবদার না পূরণ করায় আমার তোমার

সম্পর্কে ফাটল ধরেছে ,

তুমি তো আমাকে শিখিয়েছিলে নিঃস্বার্থ ভালোবাসা,

সেই তুমি আমাকে স্বপ্ন দেখিয়ে,

সামান্য স্বার্থের জন্য অভিমান করে চলে গেলে

জানি না কেন তোমার এত অভিমান,

কিসের জন্য আমায় ত্যাগ করলে

সত্যি আমি  জানি না ।

আমার ভালোবাসা কি তোমার কাছে ছিল

স্বার্থ আদায়ের উৎকৃষ্ট মাধ্যম,

নাকি তুমি মুখোশ পরেছিল,

আজ আমার সত্যি জানতে বড় ইচ্ছে করে

ওগো প্রেয়সী।

জানি তোমার অভিমান শেষ হবার নয়,

কারণ তুমি তো স্বার্থপর ,প্রেয়সী।

আমার কোনো অভিমান অভিমত নেই,

চাইলে আসতে পারো,

তা তোমার ইচ্ছে।

রচনাকালঃ
০১/০৩/২০২১
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ