অভিমান

খাদিজাতুল কুবরা ৬ জুলাই ২০২০, সোমবার, ১১:২৯:৩০পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

 

আমায় রাগালেই যদি, ভাঙালেনা কেন?
একটু ভেবে দেখো, এ তো রাগ নয় অভিমান,
রাগটাতো কেবল বাহ্যিক আবরণ।

ভেতরে ভেতরে বাজি শত বীণার বীণে,
উপচে পড়ি তোমার অনুভূতির শিথানে।

তুমি ও কি জেগে উঠা চরে আশার উল বুননি?
মিথ্যে বলোনা, আমি তোমায় পড়তে জানি।
আমার হিয়ার ব্যাকুল দিয়া তুমি জ্বালোনি?

আমিতো জ্বলতে শিখিনি এ বিদ্যে তোমার,
চড়া সুদে পেয়েছি ধার।
আমি ছিলাম পুরোদস্তুর আনাড়ি,
শান্তির জল ছিটিয়ে নিভাও বহ্নির বাড়াবাড়ি!

আমায় রাগালেই যদি কেন ভাঙাওনি?
আমি যে তোমার অবুঝ প্রিয়া অভিমানী।
তুমি ও কম যাওনা সেও বেশ জানি।

০২/০৭/২০২০ইং

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ