অভিমানী শব্দ

হালিমা আক্তার ৫ জুন ২০২১, শনিবার, ১২:৪৭:৪৪পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

মাঝে মাঝে শব্দেরা ও হয় অভিমানী
শব্দের মৃত্তিকায় হয়না যখন জল ঢালা
প্রখর খরতাপে হৃদয় আনমনা,
কী করে অঙ্কুরোদগম হবে!
কষ্টে পড়ে থাকে মাটি চাপা।
ওরাও ভালোবাসা পেতে চায়
স্নেহের কাঙাল বড়, হৃদয়ে কাতরতা
অভিমানে রয় দুরে সরে
এলোমেলো ভাবনায়  যেতে চায় হারিয়ে।
কষ্টের বালিয়াড়িতে বাঁধে নতুন ঘর
নোনা জলে ভিজে যায় অষ্টপ্রহর,
রাতের একাকিত্বের মাদকতায় ডুবে
হয়না নতুন কাব্য লেখা।
শূন্য কবিতার খাতায় হয়না নতুন মালা গাঁথা
রাতের আঁধারে জোনাকির সাথে
কারা যেন চুপি চুপি করে যায় খেলা।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ