অভিমানী ফিরে এসো চোখে নিয়ে মায়াবী চাহনি
এইতো সেই আমি তোমার চিরকালীন তাপস্ব্যী
ইন্দ্রিয়ের সামগ্রিক স্বর্ণালী বসন্তের যৌবন নিয়ে প্রতিক্ষায়
ভুবনমোহিনী লাবণ্যে জন্মদিতে যুগলপ্রেম নতুন পৃথিবী!

প্রিয়তমা উর্বশী ও চোখে বিরহী অশ্রুকণা মানায় না
চেয়ে দেখো হৃদয় নিভৃতে ফুটে থাকা ফুল
সবুজ শৈবালে অম্লান অপরুপ
অনুরাগ সুখানুভূতি কেবল তোমার জন্য আকুল!

হৃদয়েশ্বরী ফিরে এসো আমার রুপালী জ্যোৎস্নায়
নন্দিত স্বপ্নের পূর্ণতায় একাকার করে দু'কায়া
জেঁগে থাকি স্বাতী অরুন্ধতীর সাথে এই আঙ্গিনায়
সুস্নিগ্ধ প্রেমে মনের উষ্ণ কথার আলাপচারিতায়
সুবাসিত বকুলের মত সারারাত স্বর্গীয় ফেনায়
এসো খেলা করি মিশিয়ে দেই মদির ভালবাসা দৃষ্টি সীমায়!

অগ্নিরুপী নারী হৃদয়তন্ত্রীর গিটারে সোহাগ বাণী
লেলিহান দ্যেদিপ্যমান অগ্নিশিখার মত আমার যৌবন আমি
তবে কেন প্রতিক্ষা চলো অন্তত প্রেমের অনন্য বলয়ে চলি
নিবিড় স্পর্শের সমুদ্রে নিয়ে যাবো তোমাকে অন্য অনুভবে অন্যলোকে
সুখের ফাল্গুধারায় ভরে দেবো তোমার আকাশ
জন্ম দেবো ভালোবাসার নতুন পৃথিবী!

৩০/১০/২০০৫

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ