অভিবাদন হে লৌহমানব

প্রদীপ চক্রবর্তী ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ১২:৫৮:০৪অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তুমি উদিত রক্তিম সূর্য, মহাসাগরের মুক্তো, আকাশের মহানক্ষত্র।
তুমি বঙ্গবুকে নিপীড়িত, বঞ্চিত, শোষিত জনগনের মুক্তির মহানায়ক।

তুমি সমরের মহাযোদ্ধা, মহাবীর, তুমি মহারথী।
তুমি বন্ধু, তুমি পিতা, তুমি বেঁচে থাকার মহাসঞ্জীবনি।
তুমি স্বপ্নদ্রষ্টা, তুমি বাঙালির রাজনীতির মহাকবি।
তুমি বিশ্বচরাচরে স্বাধীনতাকামী মানুষের সাহসী তর্জনী।
তুমি শাশ্বত কন্ঠের পূজারি, তুমি মহারুদ্র।
তুমি স্বাধীনতার সংগ্রাম, তুমি মুক্তির ভগবান।
তুমি অজেয়, তুমি অমর, তুমি সকলের হৃদয়ের প্রাণ।
তুমি রত্নগর্ভা মায়ের সেই খোকা শেখ মুজিবুর রহমান।

তুমি লক্ষকোটি বাঙালির প্রাণের স্পন্দন।
তুমি যে অসাম্প্রদায়িক বাংলার জয়গান।
তুমি যে সত্য ন্যায়ের পূজারি।
নেই দল,নেই মত, নেই ধর্ম,পরিচয়ে তুমি যে বাঙালি।
তুমি যে মহান নেতা, তুমি যে আমাদের বঙ্গবন্ধু।
তুমি যে আমাদের জেগে ওঠার শক্তি।

তোমার জন্মতিথির বন্দনায় আজ স্তুতি তুলে জয়বাংলার গান।
তুমি লক্ষকোটি জনতার হৃদয়ের চিরঅম্লান।

তুমি বলেছিলে' মানুষ মরতে পারে
নীতি আদর্শ কোনদিন মরতে পারে না।
তুমি আজও অমর,অক্ষয় হয়ে আছো পিতা আমাদের মাঝে নীতি আর আদর্শে।

গণসূর্যের মঞ্চে শাশ্বত কন্ঠে শোনালে তুমি তোমার অমর কবিতাখানি..
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

তোমাকে অভিবাদন হে লৌহমানব।
বঙ্গবুকে দিয়েছ তুমি স্বাধীনতার এক মহান বাণী,
তুমি যে ঊনসত্তর হাজার লোকালয়ের কন্ঠধ্বনি।
হে রাজনীতির মহাকবি,হে অসহায়,নিপীড়িত মানুষের বন্ধু তুমি জন্মেজন্মে অমর হও।

শুভ জন্মশতবার্ষিকীতে তোমায় জানাই সশ্রদ্ধ প্রণাম।
লাখো সালাম হে পিতা।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ