অভিনন্দন মহারাজ

সাবিনা ইয়াসমিন ২৯ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৭:৪৫:১৬অপরাহ্ন শুভেচ্ছা ২৩ মন্তব্য

এই তো এখানে দাঁড়িয়ে ছিল সবুজ ঝলমলে
এক খণ্ড বনভূমি উঁচু নিচুর ঢাল বেয়ে উপত্যকা জুড়ে,
উজ্জ্বল প্রোজ্জ্বলে উচ্ছল প্রাণ উৎসবের সবুজ-শ্যামলে;

ঝিকিমিকি খর চৈত্র-দুপুর
জলভরাতুর ভারী মেঘ বৃষ্টি ভরা বান-জলে
ঠায়-থিতু হয়েই ছিল প্রবল ঘূর্ণি-বাতাসে;
সুরে সুরে গুনগুনিয়েছিল কত কত নাম না-জানাপাখ-পাখালি, ভ্রমর, প্রজাপতি, মৌমাছি আর হরিয়াল;
বৃষ্টি-ধোয়া সবুজে দেহের বাঁকে বাঁকে
ভালোবাসা-বাসির প্রণয় নিঃশ্বাসের গোপন/প্রকাশ্য সুবাস।

এক হীন-গোধূলি-বেলায় বুনো বিস্ময়ের অসীম শূন্যতায়
অনুভব করি, উধাও হয়েছে সাধের বনাঞ্চলটি,
অর্থহীন বিপুল অনুনয় বিনয় পেছনে ফেলে;
এসিড বৃষ্টি/সিডোর/ভয়ঙ্কর ভূমিকম্প/ আম্ফান/বন্যা!!
নাকি কোন দানোর হুঙ্কারে চূর্ণ-বিচূর্ণ!
কেউ জানেনা;

শুধু ফেলে রেখে গেছে কিছু বিশীর্ণ-বিশুষ্ক লাল-হলুদ পাতা।

****************************************************************************************************************

মৃত্যুর হাঁটা পথে পায়ে পা-ফেলে
ক্রমাগত হেঁটে যাচ্ছি বিভাজিত হবো বলে,
এ এক অমোঘ নিয়তি;
সই করা মৃত্যু পরোয়ানা ঝুলে আছে
দৃশ্যত অদৃশ্যতায়, বিয়োগ চিহ্নের মত;

এঁকে রাখা দেয়াল গ্রাফিতি
কখন যে জেনে-অজান্তে খসে পড়বে
আগাম জানান দিয়ে না-দিয়েও।
এ যেন হঠাৎ উল্টে পড়া বোবা-ভাস্কর্য
সারা শরীরে গেঁথে আছে অবিশ্বাসের পেরেক;

চির-ঘুমের শীতল পাটিতে শুয়ে তবুও ভাবি,
অলৌকিক ভাবে হলেও, পবিত্রতার দেশে
এবার/আবার দেখা হবে, সবার সাথে, ঝর্ণা-জল-স্নানে।

--------- ---- ---- ---- ------------------------- ---------------------------------------------------

- হু, বলুন
- মন ভালো লাগছে না,  উদাস লাগছে।

- কোবতের ফল?
- উহু, ভাবছি যদি হঠাৎ মরে যাই তাহলে কে কে আমার কথা মনে রাখবে
- কেউ রাখবে না। বড়জোর দিন দুই, তারপর সবাই ভুলে যায়।
- আসলেই, এই সোনেলার কথাই ধরুন। এখানে পরপর দুইদিন না এলেই কেউ কাউকে মনে রাখে না। মরে গেলে কেউ স্বরণ করবে?
- না। একটা শোকবার্তা পোস্ট দেয়া হবে, স্টিকি করে দুইদিন রাখাও যেতে পারে, এর বেশি কিছু না।

- তাহলে?
- যে কটা দিন পাওয়া যায় লেখালেখিতে থাকুন।
- তথাস্তু। আপনিও এই সময়ে আমার আশেপাশেই থাকুন, মরে গেলে বলতে পারবেন সাবিনা জি আমার স্বজন ছিলেন।

আর মহারাজ, মন দিয়ে শুনুন,

,এবারেই শুভেচ্ছা দিচ্ছি এরপরে আট’শ,  নয় ’শ তে জিড়িয়ে নেয়া যাবে না। সোজা গিয়ে হাজার দুয়ারী হবেন, মানে হাজারেই পৌঁছাতে হবে।

 

ছাইরাছ হেলাল

  • নিবন্ধন করেছেনঃ ৮ বছর ৪ মাস ২২ দিন আগে
  • পোস্ট লিখেছেনঃ ৭০০টি
  • মন্তব্য করেছেনঃ ১৮৪০৮টি
  • মন্তব্য পেয়েছেনঃ ২১০৬১টি

অভিনন্দন মহারাজ। ভালো থাকুন, স্বরণে রাখুন স্বরনীয় এই সোনেলায় 🌹🌹

**ছবি- মহারাজের ফেসবুক সংগ্রহ শালা থেকে 😇

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ