
মাঝে মাঝে নিরবতা ও কথা বলে
হাসে-কাঁদে, শোনে শোনায়- শুধু সে অস্ফুট চঞ্চল
শব্দমালা বুঝবার মতো একটা সুরুচির মনন পেলে-
আমি চিরকাল নিরবই থেকে যেতাম ।।
তোমার যে হাত আজ আমার শরীর ছুঁয়ে গেছে-
ও হাতের স্পর্শে জাগা শিহরণটাই তুমি দেখেছ
অথচ এক মহাকাশ অব্যাক্ত প্রেমের নিরব মহাকাব্য
তোমার অগোচরেই থেকে গেলো ।।
আমি কোমল পেলব শরীরে তব শিহরণ তুলিনি তোমার -
আমি চেয়েছিলাম মনের গভীরে মন ডুবিয়ে মনের শিহরণ,
অশরীরী আশ্বিন এই রুদ্র নীল বৈশাখে, নিতান্তই সঙ্গোপনে,
নিরবতার ভাষা কি তুমি বুঝতে পেরেছ ?
৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
মনের শিহরণ টাই আসল, শরীরের টা ক্ষণস্থায়ী , নষ্টামি মনে হয়। ভালো লাগলো ভাইয়া। নিরন্তর শুভকামনা রইল
আরজু মুক্তা
অকৃত্রিম ভালোবাসাটাই আসল।
শামীম চৌধুরী
আমি কোমল পেলব শরীরে তব শিহরণ তুলিনি তোমার –
আমি চেয়েছিলাম মনের গভীরে মন ডুবিয়ে মনের শিহরণ,
চমৎকার।
হালিম নজরুল
আমি কোমল পেলব শরীরে তব শিহরণ তুলিনি তোমার –
আমি চেয়েছিলাম মনের গভীরে মন ডুবিয়ে মনের শিহরণ
———–এটাই আসল প্রেম
রেহানা বীথি
আমি চেয়েছিলাম মনের গভীরে মন ডুবিয়ে মনের শিহরণ
অসম্ভব ভালো লাগলো এই লাইনটা।