অব্যক্ত কিছু

আফ্রি আয়েশা ২৬ সেপ্টেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ১২:৪১:২৮পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য

 

বুজিয়েছো কংকাল শরীর

হৃদয়হীনতা বলে কিছু নেই

সকলি ঠিক

প্রমান রেখেছো প্রাপ্তির নিষ্ঠুরতা

অতঃপর বোধগম্যতায় হাজির-

নেই প্রেম।

 

খুব স্পর্ধায় তবুও বলে দিতে পারি

হাজার রাত পেরিয়ে

এক জমাট কস্ট হবো

গোপন গভীর কোন এক রাতে   

প্রলয়কান্ড ঘটিয়ে যাবো ।

 

প্রত্যাশা- জানালা ভেঙ্গে দিলেই

হবে শ্রবনকথন – অব্যক্ত অশ্রুত কিছু।

 

বিস্ময় দাঁড়িয়ে ছিলো দরজার ওপাশে

সূর্যটা এনেই দিলে!

পুড়ে যেতে যেতে

শেষ উত্তাপটুকু তোমাকেই দিয়ে যাবো।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ