আমাদের দুই পাশে ছিল দুই কামরা,
দখলে তা নিয়েছিল কম্যুনিষ্ট বামরা।
সমুখের ঘরটায় ছিল গণতন্ত্রী,
নামে ছিল জনতার,ছিল ষড়যন্ত্রী।
আমাদের ঘরটাতে বাস ছিল অনেকের,
সকলেই ভুলে ছিল জীবনটা ক্ষনেকের।
মতবাদে মতভেদ ছিল সেই কক্ষে,
কেউ কারো পক্ষে তো কেউবা বিপক্ষে।
কেউ যদি ডানে চলে কেউ বামে টানতো,
নানা জনে নানা মতে আদর্শ মানতো ।
ধর্মের বর্মে কেউ হতো কুপোকাত ,
হিন্দু না মুসলিম চলে মাপ কুল জাত।
কে ফকির কে আমির,বৈশ্য বা শুদ্র,
কার মাথা উচুঁ বেশী কেবা অতি ক্ষুদ্র।
ধর্ম বা জাতিভেদে ঘরখানা পুড়লো,
নিজেরাই শ্মশান আর কবরটা খুড়লো।
অবশেষে ঘরখানি হয়ে গেল শুন্য ,
মৃত্যু কি এনে দিল কোন পাপ পূন্য?
বাম ডাম তন্ত্রীরা তালি দিল বেশ বেশ
কক্ষটা ওদের আজ আমাদের সব শেষ?
———————0 0———————
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মৃত্যুর মত কঠিন সত্য ডেকে এনে ফয়সালা! মন্দ কী!
হাজারো মত পথের পার্থক্যে।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ও শুভকামনা রইল।
জিসান শা ইকরাম
বহু মত ও পথের এক বিচিত্র দেশে আছি আমরা,
এর ফলাফল আসলেই শূন্য।
ঈদ মুবারক।
শুভ কামনা।
হালিম নজরুল
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
এমন পার্থক্য, ভেদাভেদ , জাত, ধর্ম টেনে এনেই সবাই সবার কপাল পুড়লো। অদ্ভুত মনুষ্যজীবন! মৃত্যু হলেও ওদের পাপ-পূণ্যের হিসাব আর মেলেনা । তবুও এ লড়াই চলবেই। ভালো লাগলো কবিতা। ধন্যবাদ আপনাকে। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
হালিম নজরুল
হ্যাঁ, এ লড়াই চলবে। এ লড়াইয়ে আমরা জিততে চাই।
মাহমুদুল হাসান
কবিতাটা বেশ বেশ।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ফয়জুল মহী
অসাধারণ লেখা। ভালো লাগলো।
হালিম নজরুল
শুভেচ্ছা ও শুভকামনা ভাই।
বন্যা লিপি
কক্ষটা ওদের আজ
আমাদের সব শেষ”
এ ফয়সালা একমাত্র সত্যের মত মৃত্যুতে।
ছন্দের তীব্র ছটায় কঠিন লিখে বোঝালেন বাস্তবতার চিত্র। ক্ষুরধার লেখনী।
হালিম নজরুল
প্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপা।
সুপায়ন বড়ুয়া
ডান বাম এ লড়াই চলবেই।
জাত পাত এ বিভেদ থাকবেই
ভালো লাগলো কবিতা। ধন্যবাদ আপনাকে।
ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
হালিম নজরুল
শুভকামনা রইল দাদা।
সঞ্জয় মালাকার
মতবাদে মতভেদ ছিল সেই কক্ষে,
কেউ কারো পক্ষে তো কেউবা বিপক্ষে।
এসব চলবেই
জাত পাত এ বিভেদ থাকবেই
ভালো লাগলো কবিতা। ধন্যবাদ দাদা।
হালিম নজরুল
শুভকামনা অফুরান
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন ভাইয়া
মতবাদের মতভেদ ছিল আছে থাকবে
আর এর ফল ভুগতে হয় সাধারণত জনগনকে
হালিম নজরুল
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শামীম চৌধুরী
কবিতা ও গল্প কোনটাইতো বাদ দেবার মতন।একটা সিনেমা দেখেছিলাম একই অঙ্গে এত রূপ। এখন দেখছি একই কলমে দুই রূপ। দারুন লাগলো ভাইজান।
হালিম নজরুল
আপনারা সাহস দেন বলেই লেখার প্রেরণা পাই।
পার্থ সারথি পোদ্দার
যথার্থই বলেছেন কবিতার পঙক্তিমালায়।বাম,ডান বা লেবাশদারীদের স্বার্থসিদ্ধির প্রভাবে আম জনতা শেষ হয়ে যায়।
ভালো লাগল।