অবোধ আত্মহনন

হালিম নজরুল ২৬ মে ২০২০, মঙ্গলবার, ০৯:৪৫:৫৯অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

 

আমাদের দুই পাশে ছিল দুই কামরা,
দখলে তা নিয়েছিল কম্যুনিষ্ট বামরা।
সমুখের ঘরটায় ছিল গণতন্ত্রী,
নামে ছিল জনতার,ছিল ষড়যন্ত্রী।
আমাদের ঘরটাতে বাস ছিল অনেকের,
সকলেই ভুলে ছিল জীবনটা ক্ষনেকের।
মতবাদে মতভেদ ছিল সেই কক্ষে,
কেউ কারো পক্ষে তো কেউবা বিপক্ষে।
কেউ যদি ডানে চলে কেউ বামে টানতো,
নানা জনে নানা মতে আদর্শ মানতো ।
ধর্মের বর্মে কেউ হতো কুপোকাত ,
হিন্দু না মুসলিম চলে মাপ কুল জাত।
কে ফকির কে আমির,বৈশ্য বা শুদ্র,
কার মাথা উচুঁ বেশী কেবা অতি ক্ষুদ্র।
ধর্ম বা জাতিভেদে ঘরখানা পুড়লো,
নিজেরাই শ্মশান আর কবরটা খুড়লো।
অবশেষে ঘরখানি হয়ে গেল শুন্য ,
মৃত্যু কি এনে দিল কোন পাপ পূন্য?
বাম ডাম তন্ত্রীরা তালি দিল বেশ বেশ
কক্ষটা ওদের আজ আমাদের সব শেষ?

———————0 0———————

৭৩০জন ৫৯২জন
26 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ