
এতোগুলো বসন্ত ছুঁয়ে গেছে, তুমি আসোনি ~
গোলাপের পাপড়ি ঝরে পড়েছে, ফিরে দেখোনি ~
কত রোদ বৃষ্টি অপেক্ষা করেছি, দেখা মেলেনি ~
নদির জল শুকিয়ে গেছে, তবুও খরা কাটেনি ~
জোছনা মাখা চাঁদের মুখ, আমায় দেখেনি ~
রাতের আঁধার শেষে, ভোর আসেনি ~
শিউলিরা ঝরেছে দুই যুগ, গাঁথা হয়নি মালা ~
কত পাখি গেছে উড়ে, কত মেঘ মালা ~
ডাক পিয়নের ঝুলি ভরা খাম, কত নামে বেনামে ~
অব্যক্ত কথা হয়নি লেখা, নিসঙ্গ সংগ্রামে ~
কত স্বপ্ন দেখেনি আলো, বুক চিরে ~
ফেরা হয়নি আমার, পাখিরা যখন নীড়ে ফিরে ~
তবুও বুক বেঁধেছি, আশায় নিরাশায় ~
ভেঙেছি, গড়েছি, পূর্ণতায় শূণ্যতায় ~
আজ অবেলায় এসেছে তোমার ডাক ~
অনাদায়ি প্রেম, থাক বুকে জমা থাক ~
নতুন প্রেমে, নতুন গানে, আবার উঠি জেগে ~
দুটি প্রাণে স্বপ্ন আঁকি, একাগ্র অনুরাগে ।।
~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৪/০১/২০২০
ঢাকা ।
১৫টি মন্তব্য
ত্রিস্তান
বাহ্ দারুন লিখেছেন।
ডাক পিয়নের ঝুলি ভরা খাম, কত নামে বেনামে ~
অব্যক্ত কথা হয়নি লেখা, নিসঙ্গ সংগ্রামে ~
কিন্তু ভাই যতি, বিরাম চিহ্নের ব্যবহার টা মনে হয় আরেকটু খেয়াল করা দরকার। আবৃত্তির সুবিধার জন্য হলে ঠিক আছে। ধন্যবাদ।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
পরবর্তিতে ঠিক পাবেন
অনেক শুভ কামনা
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আজ অবেলায় এসেছে তোমার ডাক ~
অনাদায়ি প্রেম, থাক বুকে জমা থাক ~
নতুন প্রেমে, নতুন গানে, আবার উঠি জেগে ~
দুটি প্রাণে স্বপ্ন আঁকি, একাগ্র অনুরাগে ।। যাক শেষপর্যন্ত ডাক এসেছে। ধন্য আপনি , ধন্য আপনার আশা, চাওয়া। শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
অনন্য লিখনী । শুভেচ্ছা সতত ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
“নতুন প্রেমে, নতুন গানে, আবার উঠি জেগে ~
দুটি প্রাণে স্বপ্ন আঁকি, একাগ্র অনুরাগে ।।”
দাগ কেটে যায়
রোমান্টিক কবিতায়
ভাল থাকবেন। শুভ কামনায়।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা,
অনেক শুভ কামনা আপনার জন্য
সঞ্জয় মালাকার
ডাক পিয়নের ঝুলি ভরা খাম, কত নামে বেনামে অব্যক্ত কথা হয়নি লেখা, নিসঙ্গ সংগ্রামে ~
চমৎকার লিখেছেন ভালো লাগলো খুব।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা,
অনেক শুভ কামনা
এস.জেড বাবু
ডাক পিয়নের ঝুলি ভরা খাম, কত নামে বেনামে ~
অব্যক্ত কথা হয়নি লেখা, নিসঙ্গ সংগ্রামে ~
এমনি করে কত কথা না বলা থেকে যায়।
দারুন উপভোগ্য উপস্থাপন কামরুল ভাই।
ভালো লেগেছে।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক প্রীত হলাম সুন্দর মন্তব্যে,
শুভ কামনা জানাই
ইসিয়াক
খুব সুন্দর।
ভালো লাগলো ।
ভালো থাকুন সবসময় ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই