অবিমৃষ্য

সাজেদুল হক ১১ জুলাই ২০২০, শনিবার, ০২:৪৯:১৫পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

অবিমৃষ্য 

 

যুক্তিহীন মানুষের

কণ্ঠ বড়,

লাটাই কাঁটা ঘুড়ির মতন

ছুটে চলে একা;

কিছু মানুষ যুক্তিহীন হয়। 

 

কিছু মানুষের লুণ্ঠিত প্রেম

অধর স্পর্শ করে স্বপ্নজালে ,

বেহিসেবি লেনাদেনায় ।

 

কিছু মানুষের মন ভালো নেই

একলা আকাশ

একলা প্রহর নিয়ে একা;

কোনো পিছুটান নেই। 

 

কিছু মানুষ নিরামিষাশী

মাংসের খিদে নেই ,

গোপন ক্ষত নিয়ে ঘুরে

এদিক সেদিক।

 

কিছু মানুষের কামুক হৃদয়

তৃষ্ণায় বুদ হয়,

নগ্নরাত্রির ভেলা ভাসায় 

দ্রাঘিমা রেখায় ।

 

কিছু মানুষ 

বিশ্বাসের উষ্ণ চাদরে

ঢাকে বুকের জমিন ।

 

কিছু মানুষ হয় ভালোবেসে

না হয় ভালোবাসায় খুন হয়।

 

কিছু মানুষ যুক্তিহীন হয়।

 

 

৬৩৯জন ৫২১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ