অবিবাহিত বাবা (০১)

রাফি আরাফাত ২২ জুলাই ২০১৯, সোমবার, ০৩:২৯:১৪পূর্বাহ্ন গল্প ১৫ মন্তব্য

সব সম্পর্কের উপসংহারে বাস্তবতার জয় হয়না, কিছু সম্পর্কের উপসংহারে বাস্তবতা লজ্জা পেয়ে মুখ লুকায়।

- বাবা আজও কি তাহলে মাকে খুজে পাবো না?
- হুম দেখি আজ হয়তো পেয়ে যাবো বাবা।
- আচ্ছা বাবা,মা কি আমাকে ভালবাসে না?
- এসব কি বলো তুমি?অনেক ভালবাসে তোমাকে তোমার মা।
- তাহলে কেন আমার কাছে থেকে লুকিয়ে আছে বলো?
- লুকিয়ে কই আছে,হয়তো তোমাকে আড়াল থেকে সবসময় দেখে!
- তাহলে আমার সামনে আসে না কেন?
- আচ্ছা চলো সামনের দিকে যাই বাবা।যদি মা সামনে থাকে।
- বাবা তুমি কিন্তু আমার কথার উত্তর দিলা না।
- তুমি বড় হও তাহলেই তোমার সামনে আসবে বাবু।
- কেন বড় না হলে মনে হয় আসা যায় না?তাহলে আমার স্কুলের বন্ধুদের মা আসে কেন?ওরাও তো ছোট।
- তোমার মা সবার থেকে আলাদা যে তাই।
- আমার মা সবার থেকে বেশি আমাক ভালবাসে তাই না বাবা।
- হ্যাঁ (চোখের এক কোনায় পানি জমে)।
- বাবা আমরা প্রতিদিন রাতে মাকে খুজতে আসি কেন?
- তোমার মা রাত পছন্দ করে তাই।
- কিন্তু বাবা দিনে তো আলো আছে।দিনে খুজলে মাকে সহজে পাওয়া যাবে তাইনা।
- কিন্তু তোমার মা তো দিনে বার হয়না বাবু।
- ওহ,বাবা আজও কি তাহলে মা কে পাবো না খুজে?
- পাবো বাবা একদিন।চলো এখন বাসা ফিরে যাই।অনেক রাত হয়েছে বাবু।
- বাবা তুমিও কি আমাকে রেখে মায়ের কাছে চলে যাবা?তুমি গেলে কিন্তু আমি একাই রাতে খুজতে বের হতে পারবো না বাবা।আমার ভয় করবে তো।
- না বাবা,কখনো যাবো না।
- তাহলে প্রতি রাতে আমাকে ছেড়ে কোথায় যাও বাবা তুমি?

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ