অবসন্ন সূর্যাস্ত

ছাইরাছ হেলাল ৮ জুলাই ২০২০, বুধবার, ০৮:২১:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

সারি সারি দীর্ঘ-পথে
ক্রমশ বিস্তৃত লতাপাতা-ঝোপঝাড়ে,
কণ্ঠ রোধের অকাল বৃষ্টি বন্যা দেখে দেখে
হেঁটে-হেঁটে বিরূপ নিষ্ঠুর প্রকৃতিতে,
সপে যায় তুচ্ছ এ প্রাণ;

এ জীবন এখন যেন শুধুই চুপ থাকা
চুপচাপ দেখে যাওয়া;
সুখ-নিদ্রার আকাঙ্ক্ষা যেন অলৌকিক পাওয়া
নির্বোধ অজ্ঞানতা এখন আকাশ ছোঁয়া,
রুষ্ট-ক্রুদ্ধ ক্ষুধার আহার্য
হৃদয়-আগুন-চুল্লিতে আর জ্বালানো হয় না।

অবসন্ন সূর্যাস্তের প্রতিধ্বনি আমার এই
হাঁটা পথে হেঁটে যায় পাশাপাশি।

ছবি নেট থেকে।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ