জানিস মিমি আমাদের ক্লাসে একজন নতুন ছাত্র ভর্তি হয়েছে?
কোথায় দেখলাম নাতো?
এখনো ক্লাস করে নাই কিভাবে দেখবি?
আমার মামাতো ভাই,পড়াশুনায় খুবই ভালো।আমাদের বাড়িতে থেকেই পড়াশুনা করবে।
কথা বলতে বলতে স্কুলে চলে আসলো মিমি আর সীমা।
ক্লাসে ঢুকার কিছুক্ষণের মধ্যেই স্যার চলে আসে।
স্যার নাম প্রেজেন্ট করছে এমন সময় দরজায় এসে দাড়াল একটি ছেলে
-স্যার আসবো?
হ্যা আসো।
ক্লাসের সবাই নতুন ছেলেটির দিকে তাকিয়ে আছে
তুমি কি আজই প্রথম ক্লাসে আসলে?
জ্বী স্যার
ঠিক আছে বসো
মিমি বলল এই কি তোর্ মামাতো ভাই?
হ্যা।
প্রথম দিনই লেইট করে আসলো?
পাশ থেকে আরেক জন্য বলল আজই প্রথম তাই স্যার কিছু বলে নাই।
আর বলিস না আমি বললাম আমার সাথে আসার জন্য কিন্ত আসলো না।
ছেলেটি খুব চুপচাপ বসে আছে।স্যার চলে যাওয়ার পর পাশের জন বলল-
চলবে……
১৬টি মন্তব্য
মিথুন
কি বললো পাশের একজন ?
পুষ্পবতী
জানতে হলে অপেক্ষা করেন পরের পর্বের জন্য। ধন্যবাদ।
মা মাটি দেশ
:Approve:
পুষ্পবতী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন।
মশাই
অসুস্থতা কাটিয়ে উঠে আবার শুরু করলে দেখে ভাল লাগল।ঘটনা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না।আগামী পর্বের অপেক্ষায় থাকলাম পুষ্পবতী। শুভেচ্ছা রইলো তোমার জন্য।
পুষ্পবতী
অসংখ্য ধন্যবাদ মশাই।আপনার প্রতিও রইলো শুভেচ্ছা ভালো থাকবেন সবসময়। -{@
নির্বাসিত নীল
১ম এবং ২য় পর্বের লিংক সংযুক্ত করে দিলে যারা আগে পড়েনি তাদের জন্য সুবিধা হত…। 🙂
পুষ্পবতী
ধন্যবাদ ভাইয়া।আগের পর্ব গুলো পড়ার জন্য আমার প্রোফাইলে ক্লিক করুন।
সঞ্জয় কুমার
আরেকটু বেশী দিলে ভাল হত । অল্পতে মন ভরছে না । মনে হচ্ছে শুরু করার আগেই শেষ । ভালো লাগছে চলুক
পুষ্পবতী
ধন্যবাদ ভাইয়া।
খসড়া
চলুক তবে
পুষ্পবতী
কি???
লীলাবতী
আগ্রহ যখন চরমে, তখনই পরের পর্ব 🙂
পুষ্পবতী
ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
ভালো লিখছেন বেশ —
পুষ্পবতী
ধন্যবাদ ভাইয়া -{@