অবশেষে চাকরি পেল আসফিয়া

হালিমা আক্তার ১২ ডিসেম্বর ২০২১, রবিবার, ১২:০২:৫৯পূর্বাহ্ন সমসাময়িক ১৬ মন্তব্য

আসফিয়া ইসলাম। নিয়োগ পরীক্ষার সবকটি স্তরে যোগ্যতার প্রমাণ রাখলেও চাকরি পাচ্ছিলেন না। উল্লেখ্য আসফিয়া বরিশাল জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদের জন্য চাকরি প্রার্থী ছিলেন। আসফিয়ার ভোটার আইডি ও জন্ম নিবন্ধন সনদ হিজলার বড়জালিয়া ইউনিয়নে। আসফিয়ার কোনো নিজস্ব ভূমি নেই। তাঁর পরিবার অন্যের জমিতে ভাড়া থাকেন। পুলিশ ভেরিফিকেশনে জানানো হয় হিজলায় আসফিয়ার স্থায়ী ভূমির কোনো প্রমাণ নেই। একারণে আসফিয়া নিয়োগ পরীক্ষার সবকটি স্তর পার করেও চাকরি পাচ্ছিলেন না।

আসফিয়া ইসলামের পৈতৃক বাড়ি ভোলার চরফ্যাশনে। তাঁর বাবা শফিকুল ইসলাম তিন দশক আগে হিজলায় এসে বসবাস শুরু করেন। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থায়ী ঠিকানা না থাকায়, পুলিশের চাকরি হবে না। এ কেমন নিয়ম জানা নাই। বিভিন্ন কারণে অনেকেই ভূমি হীন হয়ে পড়েন। তাদের ছেলেমেয়েরা কি ভবিষ্যতে এ ধরনের সমস্যার সম্মুখীন হবে?

আসফিয়া ইসলাম সৌভাগ্য বান। পত্রিকা এবং বিভিন্ন মিডিয়ার কল্যাণে সংবাদ ভাইরাল হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আসফিয়া  চাকরি পেতে যাচ্ছেন। কিন্তু সবাই কি আসফিয়ার মতো সাহসী ভূমিকা নিতে পারবে।নাহ, ভূমিহীন বলে নিজ যোগ্যতা টুকু হারিয়ে ফেলবে।

ছবি:নেট থেকে সংগৃহীত।

৪১৬জন ৩০২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ