
বর্তমানে জম্মু-কাশ্মীরের ৫৫% ভারতের, ৩০% পাকিস্তানের এবং ১৫% রয়েছে চীনের নিয়ন্ত্রণে। ভারতের দখলে কাশ্মীর উপত্যকা, জম্মু, লাদাখ ও সিয়াচেন হিমবাহ-লোকবসতি ৭০%। পাকিস্তানের অধীনে আজাদ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান-৩০% জনঅধ্যুষিত। চীনের দখলে জনশূন্য শাক্সগাম উপত্যকা ও আক্সাই চীন।
তবে আমরা মূলত ভারত অংশের কাশ্মীরকেই স্বর্গ বলের থাকি। ২০১৫ সালের অক্টোবর মাসে গিয়েছিলাম ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে, আবার কোন এক ডিসেম্বর-জানুয়ারীর বরফে ঢাকা স্বর্গে ও এপ্রিলের স্বর্গ টিউলিপ দেখতে যাওয়ার ইচ্ছের বাইরেও লাদাখ যাওয়ার ইচ্ছেটা মনের মাঝে সুপ্তই ছিল। কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেলো, কাশ্মীরের জনগন আজ অবরুদ্ধ ও আতঙ্ক নগরীর বাসিন্দা। ওটা নাকি এখন মৃত্যু-উপত্যকা। রাস্তায় রাস্তায় সেনা চৌকি আর কাঁটাতারের ব্যারিকেড। রাস্তায় যত না সাধারণ মানুষ, তার চেয়ে বহু গুণ বেশি সেনা আর আধা-সেনা। এ পরিস্থিতি থেকে কখন কিভাবে উত্তরণ হবে তারও কোন ঠিক ঠিকানা নাই। স্বর্গের মানুষগুলো আজ নরকে বসবাস করছে।
তবে আমার পোষ্ট আজকে মূলত কাশ্মীরের কিছু ছবি নিয়ে..............
(২) পাইন বনের মাথার উপর বরফ ঢাকা পাহাড়, এমন দৃশ্য কাশ্মীরের প্রায় সর্বত্র।
(৩) ধান কাটার পর জমিতেই তা শুকিয়ে নিচ্ছে।
(৪/৫) বেতাব ভ্যালি থেকে তোলা ছবি।
(৬) জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে একটা স্টপেজ, এর পর থেকেই শুরু মোগল রোড।
(৭) যাযাবরদের বাসস্থান।
(৮/৯) যাযাবরদের সম্পদ।
(১০) পেহেলগামের একজন ফেরিওয়ালা।
(১১) এই ন্যাড়া পাহাড়গুলো এক সময় সাদা হয়ে যায়।
(১২) ডাল লেকের বিখ্যাত শিকারা রাইড।
(১৩) নাগিন লেক থেকে শাপলা পাতা তুলছে দুই কাশ্মীরি নারী।
(১৪) কাশ্মীরি আপেলের স্বাদের কথাটা আলাদা করে না হয় নাই বললাম।
(১৫) অবরুদ্ধ স্বর্গের শিশুরা।
(১৬) পাথরের ফাঁকে এটা দুধের নহর না, পাইন বনের ওপারের সাদা টুপি পড়া পাহাড়গুলো থেকে ছুটে আসা আশির্বাদ।
(১৭) উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলা পাহাড়ি নদী, আর গাছপালার ফাঁকে ফাঁকে উকি মারছে কাশ্মীরিদের গ্রাম।
(১৮) মোঘল গার্ডেন নিশাত বাগ থেকে তোলা ছবি।
(১৯) কাশ্মীরের চানাচুরওয়ালা।
(২০) স্বর্গে একজন ক্ষণিকের অতিথী।
Thumbnails managed by ThumbPress
২৫টি মন্তব্য
সুরাইয়া পারভিন
চমৎকার সব ছবি। পারফেক্ট ফটোগ্রাফি। কাশ্মীর মুসলমানদের জন্য দোয়া ও শুভকামনা রইল।
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু ছবি তোলা আমার নেশা, আর কাশ্মীরের অবরুদ্ধ সময় কেটে যাক এই কামনা করছি।
সঞ্জয় মালাকার
দাদা ছবি গুলো দারুণ, যদিও কখনো যাওয়া হয়নি দেখে ইচ্ছেটা পূর্ণ করলাম।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, শুভেচ্ছা নেবেন
তৌহিদ
প্রতিটি ছবিই অসম্ভব সুন্দর। আপনার ছবির মাধ্যমে কাশ্মীরকে নতুন করে দেখলাম।
ভালো থাকবেন ভাই।
কামাল উদ্দিন
ধন্যবাদ চাই, আপনিও ভালো থাকুন, সব সময়।
মোঃ মজিবর রহমান
৫। ের ছবি জলাধারে ঘর, স্বর্গের এই বুঝি দ্বার।
১৮ । মোঘল গার্ডেনের নিশাত বাগ, মন বলে এইখানেই শুয়ে থাক।
অসহায় দৃষ্টিতে স্বর্গের শিশুরা, চেয়ে রয় দূর সেদুর।
খুব প্রকৃতির সব সুধা ঢেলেছে বুঝি কাশ্মিরে, আল্লাহর নেয়ামত এইখানে।
আপনাকে অশেষ শুভেচ্ছা সুন্দর ছবি দেখানোর জন্য।
কামাল উদ্দিন
ওয়াও! আপনার কাব্য কমেন্টে মুগ্ধ আমি মজিবুর ভাই, শ্রদ্ধা জানবেন।
মোঃ মজিবর রহমান
আপনাকেও ধন্যবাদ কামাল ভাই
ছাইরাছ হেলাল
স্বর্গ ঘুরে দেখার সাধ ছিল, ছবিতে তা কিছুটা পুষিয়ে দিলেন।
কামাল উদ্দিন
আমার আরো স্বাদ বাকী রয়েছে হেলাল ভাই, জানিনা কখন আবার খুলবে স্বর্গদ্বার
এস.জেড বাবু
বেষ্ট ছবি – ১২) ডাল লেকের বিখ্যাত শিকারা রাইড।
আর চানাচুর ওয়ালাশ পিঁয়াজের ষ্ট্রাইল দেখে মুগ্ধ- ছবিটা চমৎকার।
অনেক দেখালেন ভাইজান- এ শীতে যাওয়ার খুব ইচ্ছে। যদি আল্লাহ রহম করেন তো।
মুগ্ধ হলাম।
কামাল উদ্দিন
ধন্যবাদ বাবু ভাই, এখন যাওয়া কি ঠিক হবে? কোন এক জানুয়ারি আর এপ্রিলে যাওয়ার ইচ্ছে আছে আমারও
এস.জেড বাবু
মাথায় রাখলাম ভাই
অনেক ধন্যবাদ তথ্যের জন্য।
কৃতজ্ঞতা
মনির হোসেন মমি
আহা স্বপ্নের শহর অদেখাই রয়ে গেল। বর্ননা ও ছবিতে মুগ্ধ।
কামাল উদ্দিন
কোন একদিন হয়তো দেখা হয়ে যাবে মমি ভাই
মনির হোসেন মমি
আপনার পোষ্ট পড়ে অর্ধেক দেখা হয়ে গেছে।ধন্যবাদ।
নৃ মাসুদ রানা
আমি আপনার ছবির ভক্ত হয়ে গেছি।
কামাল উদ্দিন
বলেন কি মাসুদ ভাই? আমি তো কোন ফটোগ্রাফার নই
সাবিনা ইয়াসমিন
ছবিগুলো দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এতো সুন্দর যে জায়গার ছবি, সেই জায়গা বাস্তবে কত সুন্দর সেটাই ভাবি!!
কাশ্মীরি জনগণের বর্তমান অবস্থা মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী সবাই জানে। তাদের জান-মাল, ইতিহাস-ঐতিহ্য আজ সবই সংকটে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মনুষ্য সৃষ্ট জুলুম থেকে তারা যেন মুক্তি পায়।
ঝালমুড়ির ছবিটা লোভনীয় হয়েছে। তবে এই জন্যে আপনাকে ঝালমুড়ি ওয়ালা ভাই বলে ডাকবো না। 😜
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
রাজনীতির জন্য সারা বিশ্বের বিভিন্ন জায়গায়ই মানুষদের এমন নির্যাতিত হতে হচ্ছে, জানিনা এর শেষ কোথায়?
……………..শুভেচ্ছা জানবেন আপু
নিতাই বাবু
১৯৯১ ইং সালে ভারত গিয়েছিল। পশ্চিমবঙ্গের ভেতরেই জলপাইগুড়ি বোনের বাড়িতে ছিলাম প্রায় দেড়বছর। আর্থিক সমস্যার কারণের জম্মু-কাশ্মীর যাওয়া হয়নি। মনের স্বাদ মনেই থেকে গেল। এখন আপনার পোস্টের ছবি দেখে আর লেখা পড়ে প্রাণ জুড়াই!
জিসান শা ইকরাম
ভু- স্বর্গ ভারত অংশের কাশ্মীরে যাওয়া হয়নি এখনো,
যাবার ইচ্ছে আছে খুব, পরিস্থিতি স্বাভাবিক হলে যাবো বেঁচে থাকলে।
ছবি গুলো দেখে যাবার ইচ্ছে আরো প্রবল হলো।
ছবি ব্লগ ভালো লেগেছে।
শুভ কামনা।
কামাল উদ্দিন
আপনার জন্য ও রইল অনেক অনেক শুভকাম।
কামাল উদ্দিন
শুভ কামনা (এই প্রথম মোবাইলে মন্তব্য করছি, তাই কিছুটা মিস্টেক হচ্ছে)