অপ্সরী

সুপায়ন বড়ুয়া ২৫ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৯:১২:১৯পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

অপ্সরী ! ( গীতি কবিতা )

ও আমার শুন্য ঘরে
কে আসিল বল আমারে ?
শীত চাদরে জল মিশিয়ে
কে গেল রে ?

কে আমার নদীর ধারে
জাল ফেলিল বল আমারে ?
জ্বালিয়ে দেয়া মাটির প্রদীপ
নিভিয়ে দিয়ে কে গেলরে ?

কে আমার শীতের ভোরে
সূর্য-টাকে আড়াল করে ?
শীত-সকালে কুয়াশার চাঁদর মোড়ে
শীতের ঘোরে শরীর আমায় কাঁপন ধরে।

কে আমায় ভাঙা ঘরে
রাত-দুপুরে আলো ফেলে ?
কে আমার ঘুমের ঘোরে
নূপুর পায়ে হেটে চলে ?

কে আমার ভাঙা ছাদে
তারার ফাঁকে উঁকি মারে ?
কে আবার রূপ যৌবনের
মুগ্ধ করা দ্যুতি ছুড়ে ?

কে আমার সূর্য-স্নানে
চাদরটাকে মেলে ধরে ?
নদীর ধারে রাঙা পায়ে নৃত্য করে
শরীর দুলে ওড়নাটাকে তুলে ধরে ?

তাকে আমি খুঁজতে থাকি স্বপ্ন ঘোরে
আঁধার ঘরে বসে থাকি কুপি জ্বেলে।
রাত জেগে পাহারা দিই শ্বশান ঘরে
তাসের আড্ডায় মেতে থাকি রঙ মহলে।

প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকি পথের ধারে
ব্যানার হাতে মিলিয়ে যাই শোক মিছিলে।

কেউ কি আছেন ফিরিয়ে দেবেন
যাকে আমি খুঁজছি আজো মনের ঘোরে।।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ