অপ্রাপ্তি

মানিক পাগলা ১৭ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার, ১১:৪৬:৩৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

ভুলে যাওয়ার মত করেই
মনে রাখি,
হারিয়ে যাই তবু
বারবার ফিরে আসি।

আজন্ম কষ্টের সাধ নিয়েছে
যে জীবন,
তারে লয়ে বেঁধেছি ঘর
দেখেছি স্বপন।

এমন তো চাইনি আমি
বিদ্রোহী সুখ,
অবাধ্য হৃদয় বারে বারে খোজে
সেই প্রিয় মুখ।


(১৩/০৫/২০১৩ – রাত ২ টা ১১ মিনিট
পায়রার খোঁপ, জিগাতলা, ঢাকা - ১২০৯)

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress