আগে বলে রাখি আমাকে নিয়ে কেউ কিছু মনে করবেন না।
আমার ফাষ্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সে দিন ছিল রসায়ন পরীক্ষা। একটা অংক মাঝ পথে আটকে রয়েছি। কি করি কিছুতে মিলছে না। যায় ওয়াস রুম থেকে কাজটা সেড়ে আসি। ওয়াস রুমে দেখি, একটা হুজুর দাড়িয়ে আছে। আমার ধারনা হইতো অন্য কোন ডিপার্মেন্টের টিচার হতে পারে। তাই কিছুতে খাতা উল্টিয়ে দেখতে পারছি না। দুই তিন মিনিট ধরে আমি হাত মুখ ধুইতেছি। হুজুরটা চলে গেলে খাতাটা একটু দেখবো। দুই তিন মিনিট পর ঐ লাম্বা হুজুর আমাকে বললো ভাই ৮ নম্বর প্রশ্নটা দিয়েছেন। তার মানি ও ছাত্র। সে আমাদের ডিপার্মেন্টের তবে বি গ্রুপের আর আমি এ গ্রুফেতে।
আমি বললাম ভাই আপনি আগে বলবেন না, আপনি ছাত্র আমিতো আরো ভাবছিলাম আপনি অন্য কোন ডিপার্মেন্টের টিচার।
Thumbnails managed by ThumbPress
৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
তা প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন তো !
রাহুল উজ্জ্বল
হ্
রাহুল উজ্জ্বল
হ্ তা দেয়েছি
প্রিন্স মাহমুদ
হাহাহাহহা ।
খসড়া
টুকলিফাই।
জিসান শা ইকরাম
হা হা হা হা