অপেক্ষা

রিমি রুম্মান ১০ মার্চ ২০১৪, সোমবার, ০৯:০৭:০৬পূর্বাহ্ন বিবিধ ২৪ মন্তব্য

চাইনা, তবুও মিস্‌ করি, এটা কি আমার দোষ ?
থমথমে সন্ধ্যায় একচিলতে অন্ধকারেও
বিচ্ছিন্ন সেই দ্বীপের মতই, একাকী অপেক্ষা !

চাইনা, তবুও মিস্‌ করি, এটা কি আমার দোষ ?
দীর্ঘ প্রজ্বলনের পর প্রদীপ শিখার ক্রমশ
ম্রিয়মাণ হওয়ার মতই, ক্লান্ত অপেক্ষা !

চাইনা, তবুও মিস্‌ করি, এটা কি আমার দোষ ?
প্রখর সূর্যালোকে জ্বলসে যাওয়া শরীরে
শেষ বিকেলের ছায়ার মতই, করুন অপেক্ষা !

ভাবছি, এভাবে বিরক্ত করার চেয়ে, সরে যাবো
আলগোছে তোমার ব্যস্ত জীবন থেকে, দূরে
তলীয়ে যাবো বিস্মৃতির অতল অন্ধকারে !

জানি, সেখানেও তোমাকে খুব খুব মিস্‌ করবো
মিস্‌ করবো সেই চেনা সুর, চেনা স্বর ।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ