অপেক্ষা

ছাইরাছ হেলাল ২৯ অক্টোবর ২০১২, সোমবার, ১২:১৬:৩০অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

(একটি ব্যর্থ ভাবানুবাদ)

যদি তুমি আস.........
আমি চাই - একটু আলো
দাঁড়িয়ে জানালায়
রাজপথে চাই দেখতে আনন্দের জনস্রোত,
চাই কারো অনুগ্রহ।

রাত্রি আমার
কেন তুমি এত স্বল্পতায় স্বল্পতম‌...
মিলনের অপেক্ষায় বাতাস, পাতাদের সাথে...
ক্ষীণ রাত্রি আমার যন্ত্রণায় বিভোর।

এই...........
শুনতে কি পাও ছায়াদের কানাকানি ?
ব্রাত্য আমি আনন্দ অনুভবে
অভ্যস্ত নিন্দায় ও।

কিছু একটা ঘটছে এ রাত্রিতে
উদ্বিগ্ন লাল চাঁদ লেপ্টে আছে ছাদে,
মেঘেরা ও আছড়ে পড়ছে পাহাড়ে
যন্ত্রণায় কাঁদছে পোয়াতি মেঘ
অপেক্ষা বৃষ্টি প্রসবের।

জানালায় কাঁপছে রাত্রি
পৃথিবীও ঘুরছে না আর,
জানলায় ভীত আগন্তুক
ভাবছে তোমাকে আমাকে নিয়ে।

তুমি তোমারই সজীবতায়
রেখে হাতে হাত সোনালী সুখ স্মৃতিতে
ভালোবাসি উষ্ণ উষ্ণতায় ।

ভালোবেসে যাব ভেসে
ভাসব ভালোবেসেই।

কিছু কথা.........
Abbas Kiarostami - এবারের মত মাফ করে দিন।
আর আকাম করমু না (মিথ্যা , সুযোগ পাইলে ছাড়মু না)।
রুবাই--
হায় আব্বাস - খুঁজেছি তোমায় - মরু প্রান্তরে
বালু ঝড়ে - সিনাইয়ের পথে - উদ্বাস্তু শিবিরে,
পাব কিনা - জানিনা তা - হয়ত হবে দেখা...
সিনেমায় তুমি - ছুঁয়ে রবে - গহীন অন্তরে ।

১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৮

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ