অপেক্ষা

দিপালী ১৮ অক্টোবর ২০২০, রবিবার, ০৩:২৩:১৭অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

আজকাল রাতে ভাল ঘুম হয় না আমার।
স্পর্শহীন জীবনে এক ধরনের শীতলতা অনুভব করি!
প্রায়শঃ মাঝ রাতে ঘুম ভেঙ্গে বুক ধরফর করতে থাকে!
কাছের মানুষটির অনুপস্থিতি টের পাই!
পাশের রুমে ক্লান্ত মানুষটি ঘুমিয়ে আছে।
প্রতিদিন নিয়ম করে হাসপাতালে যেতে হয়
হৃদপিন্ডে রিং লাগানো মানুষটিকে!
মৃত্যুকে বড্ড ভয় হয় আমার!
তা সে নিজের হোক বা প্রিয় কোন মানুষের!
পৃথিবী এখন এক অতি-আনুবিক্ষণীক জীবানুর গ্রাসে!
দেশে দেশে চলছে কেবল মৃত্যুর মিছিল!
সারা বাড়িতে শব্দহীন পদচারনা চলে কিছুক্ষণ,
বাচ্চাদের দেখে পুনরায় ফিরে আসি নিজের ঘরে।
কি মনে করে দেরাজটা খুলতেই -
মোটা গোলাপী রঙের ফাইলটা চোখে পরল।
কতগুলি কাগজের টুকরো ছাড়া আর কিছুই নেই তাতে!
আমার মধ্যবিও জীবনের একমাত্র সঞ্চয়!
আমার মৃত্যুর পর যা একেবারেই অর্থহীন, মূল্যহীন!
মনে মনে একটু হাসি!
হাসির রেস কেটে না যেতেই চোখ পরল
দেরাজের এক কোনে ঝুলে থাকা
লাল বেনারসিটার দিকে!
কোন কবে ঢাকার সবচেয়ে ভাল ড্রাই ক্লিনার থেকে
ওয়াস করিয়ে রেখেছিলাম তাও মনে নেই আর!
শাড়ীটা থেকে তেইশ বছরের পুরোনো একটা গন্ধ নিলাম!
একটা বার হাত শাড়ীর মধ্যে লুকিয়ে থাকা
এক তরুনীর সুখ স্বপ্নের যেন স্পর্শ পেলাম।
বিয়ের পর আর কোনদিন পরা হয়নি শাড়ীটা।
দেরাজের কপাট লাগিয়ে দিয়ে জানালায় গিয়ে দাঁড়ালাম!
রাতের আধার ধীরে ধীরে কেটে গিয়ে
একটু একটু করে ভোরের আলো উকি দিচ্ছে!
পাখ পাখালির কলতানের ছন্দে
মুখরিত হয়ে উঠছে ধরাতল।
চিরকাল অন্ধকার থাকে না!
একদিন পৃথিবী তার দুর্দিন কাটিয়ে স্বাভাবিক হয়ে আসবে,
এবং তাকে আসতেই হবে।।
==========
দিপালী দুলু
বিঃদ্রঃ কবিতাটি ঢাকার লকডাউনের শুরুতে লেখা।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ