অপেক্ষার জীবন

ছাইরাছ হেলাল ৫ জুন ২০২০, শুক্রবার, ০৮:৫৩:৫২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

 

অপেক্ষা-জীবন অপেক্ষার জীবন
কুঁড়ির মধ্যে লুকিয়ে থাকা স্বপ্ন-ভোর
একদিন ঠিক জেগে উঠবে,
ঝুঁকি এড়িয়ে, ঝুঁকি ভেঙ্গে;

ঢুলুঢুলু চোখে পায়চারি করে
হেঁটে আসা জ্বলন্ত হতাশারা
স্বীকার করে নেবে
জীবিত শিশিরের আশীর্বাদ।

স্মৃতিচারণ! চকচকে মরীচিকার মত,
স্বেচ্ছায়/অনিচ্ছায় ঝরে যাওয়া
স্বপ্নেরা আজ ম্রিয়মান, পরাস্ত;

কাচ-স্বচ্ছ ক্ষীণ ভোরের বাতাস মিলিয়ে যাচ্ছে
ভ্রান্তির উপত্যকায়, তবুও
মেঘমুক্ত নীলাকাশ অপেক্ষা করে
একটু মুক্তির, পলকা মাহেন্দ্রক্ষণের;

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ