অপেক্ষার জলপরী

তৌহিদুল ইসলাম ১১ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১০:৪১:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

আগত বসন্তে কোন এক সন্ধিক্ষণের যুগপৎ মিলনে
আমাদের স্মৃতিতে জাগ্রত হবে বিরহের কাব্যকথা।
অমোচনীয় কালিতে লাল নীল বেগুনি শব্দে
তুমি আমি’র সব গল্পকে লিখতে শুরু করবো
খেরোখাতার প্রতিটি লাইনজুড়ে।
সমুদ্রতীরের বালিয়াড়িতে সুরের মূর্ছনায়
গাইবো কাজরী বন্দনা গান।

তারপর এক অমাবস্যা রাতে
অন্ধকারে সোপানের দাঁড় বেয়ে
দু’জনে চলে যাবো দূরে বহুদূরে।
ম্রিয়মাণ জোনাকির আলোর পথ ধরে
গুটিগুটি পায়ে হারিয়ে যাবো বিপরীত দিশায়।

সকাল হতে সন্ধ্যাগোধূলীর শেষ বিকিরণে
রাখালের ফিরে যাওয়া পদশব্দে
হয়তো মিলিয়ে যাবে ব্যঞ্জনার শেষ সুরটুকু।
কথা দেয়া-নেয়ার অস্থিরসংকল্পে
হাতেহাত রেখে বলবে কি –
‘ভালোবাসি খুব ভালবাসি তোমায়?’

মনেরেখো একদিন আমরা আবারো মিলিত হবো
অন্যকোনো মহাজাগতিক বিস্ফারণে সৃষ্ট
নতুন এক গ্রহের বালিয়াড়িতে।
ততদিন অপেক্ষায় ভালো থেকো আমার জলপরী….।

৬২৭জন ৫১৯জন
26 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ