
খাস ভূমিতে নাঙ্গল ফেলেছে সবে কৃষাণ,
আরো গভীরে গুপ্তধন।
তপ্ত দুপুরের ঘর্মাক্ত শরীর দেখেছ ক্ষেতের,
দেওয়া হয়নি আত্মপরিচয়, জানোনিকো নামধাম!
ছুঁতে পারোনি আজো আলতো করে,
কোমলতায় লুকানো পুতুলের মখমলি পশম!
নার্সিসাস দ্রোহে দূরত্বের পরিধি বাড়িয়েছে মরুঝড়,
অলিন্দে ফোয়ারা বয় সবুজের শীর্ষে সোনালী হাসির!
চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়া টাইটানের অনাচারের মুখে;
ভালোবাসার স্বকীয় পৃথিবীতে তুমিই সেই প্রমিথিউস!
জেনেছি মৃগনাভ কস্তুরির স্বর্গীয় ঘ্রাণ শুঁকে,
নিভে যাওয়া আগুন জ্বেলেছ পুনরায় বুকে!
এদিকে আজীবন অপেক্ষায় এক তৃষ্ণার্ত চাতক,
তার বুকের চাতালে বাস করে মরুর বেদুঈন যুবক ;
বৃষ্টিই তাদের একমাত্র যুগল শোক!
রাতের দেয়ালে আঁকছে বুঝি সে নিকোটিনের প্রলেপ?
অথচ গাঙ্গপারে আবেগের ঢেউ জেট বিমানে ছোটে,
অপেক্ষায় অধীর হয় একজোড়া প্রকম্পিত নরম ঠোঁট!
অরন্যের ভাঁজে হোমানল জ্বলছে, লাভা ছড়িয়েছে,
এটুকু পেরুতে পারলেই তারা চিবুকের খুব কাছে।
অপেক্ষার নাম এক নির্মাণাধীন সুদীর্ঘ উড়ালসেতু ,
নিরবতার কংক্রিটে যার ভিত নির্মিত।
মোনালিসার ভঙ্গির রহস্য খুঁজে পায়নি দর্শক,
তবুওতো দেয়ালে টানিয়ে রাখে ভালোলাগা পোর্টেট!
১১টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
মাঝে মাঝে অনেক ভালোথাকার মাঝে, দুপুরের দিকে, অথবা ভরা জোছনারাতে ঘুমহীন রাত উপভোগের সময় দূরের কোন স্থান থেকে যখন বাঁশির সুর শুনে মন উদাস লাগে, আজকের কবিতাটা তেমন।
মনে হয়েছে সমস্ত কবিতাটি এক বিষন্নতার চাঁদরে মোড়ানো। বুকের ভেতরে হুহু করে বয়ে যাওয়া হাওয়ার মতন। সুখের অসুখের মতন।
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
ঐ এক জ্বালা!
সাবিনা কবিতা কেন যেন বিষন্নতা না মুড়িয়ে লেখা হয়ে উঠেনা।
যদি সত্যি বলি তাহলে বলতে হবে এ ব্যাথা সুখের মত ব্যাথা। যেমনটা আপনি বললেন, “সুখের অসুখ”।
খাদিজাতুল কুবরা
সরি,
ধন্যবাদ না দিয়ে মন্তব্য পোস্ট করে দিয়েছি।
অসংখ্য ধন্যবাদ সবসময় উৎসাহ দেওয়ার জন্য।
বোরহানুল ইসলাম লিটন
জীবনটা কেমন যেন কিছু অপেক্ষার সমাহার
যেথা জোর করে ঝিনুকের পেটে ধুলিকণা ঢুকিয়ে
ব্যাকুল আশায় মুক্তার তরে গুনা অপেক্ষার প্রহর।
উপমার ভার ‘গভীর বুকে উত্তাল তরঙ্গের সাথে প্রবল স্রোতের ধারে বয়ে চলা এক চঞ্চলা তটিনী।’
’চিরায়ত পুরাণ’ থেকে শুরু করে অনেক কিছুই উঠে এসেছে কবিতা।
অশেষ মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম পাতায়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
খাদিজাতুল কুবরা
বাঃ
খুব সুন্দর বিশ্লেষণ করেছেন।
অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা জানবেন
নিতাই বাবু
“এদিকে আজীবন অপেক্ষায় এক তৃষ্ণার্ত চাতক,
তার বুকের চাতালে বাস করে মরুর বেদুঈন যুবক ;”
চমৎকার ভাবনা! ভালো লিখেছেন দিদি।
হালিমা আক্তার
জীবন মানেই এক বিষন্ন অপেক্ষা। যেখানে প্রশ্ন আছে উত্তর নেই। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
সরি আপু।
নিতাই দাদার মন্তব্যের জবাব আপনার বক্সে পড়েছে ভুলে
খাদিজাতুল কুবরা
অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা জানবেন আপু।
সবসময় উৎসাহ দেন তাই আমি কৃতজ্ঞ।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন। শুভেচ্ছা অবিরত
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন। শুভেচ্ছা অবিরত