অপরূপ নিকলী হাওর

কামাল উদ্দিন ৪ মার্চ ২০২০, বুধবার, ০৪:৩৯:৩৬অপরাহ্ন ভ্রমণ ১৯ মন্তব্য

কিশোরগঞ্জ জেলা মূলত হাওর এলাকা। নিকলী হাওর ছাড়াও কিশোরগঞ্জে আরও অনেক হাওর রয়েছে। যেমন হুমাইপুর হাওর (বাজিতপুর), সোমাই হাওর (অষ্টগ্রাম), বাড়ির হাওর (মিঠামইন), তল্লার হাওর (বাজিতপুর-নিকলী-অষ্টগ্রাম), মাহমুদুর হাওর (নিকলী), সুরমা বাউলার হাওর ইত্যাদি। আমার আজকের পোষ্ট শুধু নিকলী হাওরের কিছু ছবি নিয়ে।

হাওর মূলত সাগর শব্দের অপভ্রংশ মাত্র। উচ্চারণ বিকৃতিতে সাগর থেকে সায়র এবং সায়র থেকে হাওর হয়েছে বলে ব্যাখ্যায় বলা আছে। বর্ষাকালে বিশাল হাওর এলাকায় অথৈ জলরাশি দেখলে সাগরের কথাই মনে করিয়ে দেয়। হাওর আর কিছু নয়, এটা অপেক্ষাকৃত বড় জলাভূমি।

শীতকালে যে প্রান্তর ফসলে পূর্ণ বা শুকনো মাঠ কিংবা বালুচর, বর্ষাকালে সেখানে এমন জলধারা যে চারদিক প্লাবিত করতে পারে, তা না দেখলে বিশ্বাস করা যায় না। শুধু পানির প্রবাহ নয়, প্রচণ্ড ঢেউ আর দিগন্ত বিস্তৃত জলরাশি সাগরের বিশালত্বের কথাই মনে করিয়ে দেয়। আর মাঝে মাঝে দ্বীপের মতো গ্রামগুলো যেন ভেসে আছে যেন পানির বুকে। একে তো স্বর্গই বলা যায় নাকি? তো আসুন দেখে নেই নিকলীর সৌন্দর্য্য।


(২/৩) নিকলী বাধে পৌছেই দেখলাম ছোট ছোট বাচ্চা এভাবে মাছ ধরছে।


(৪) নিকলী বেড়ি বাধের পাশে গ্রাম, এখান থেকেই আমরা ট্রলার নিয়ে বেড়িয়ে পড়ি হাওরের অথৈ জলে।


(৫/৬) নানা রকম জাল দিয়া হাওরে জেলেরা মাছ ধরছে।


(৭) জলে ফুটবল খেলে নিলে কিছুক্ষণ মন্দ কি?


(৮) হাওরের কিছু এলাকায় রয়েছে এমন করচের বন।


(৯/১০) কিছু পাল তোলা নৌকাও এখানে দেখা যায়।


(১১/১২) ইঞ্জিনের নৌকা তো এখন সর্বত্র।


(১৩/১৪) ঝিম মারা দুপুরে চকচকে হাওর।


(১৫) কারেন্ট জাল দিয়াও অনেকে মাছ ধরছে এখানে।


(১৬/১৭) জলের মাঝে এক টুকরো মাঠ, সেখানেই চলছে বাচ্চাদের খেলা, ওটা গরু ছাগলদের চারণভুমিও বটে।


(১৮/১৯) বেলা শেষে ঘরে ফেরা।


(২০) নিকলীতে আমাদের ভ্রমণ বাংলাদেশ টিম (টিম ভিভি)।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ