অপরাধী ( সোনেলা ম্যাগাজিন – ২০২২)

খাদিজাতুল কুবরা ১ জুলাই ২০২২, শুক্রবার, ১২:১৪:১৭পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

আমি এক ভেজা দাঁড়কাক,

ঝড়ে ভাঙা ঘরে আর ফেরা হয়নি, দাঁড়িয়ে আছি ক্যাবলের উপর।

যেকোনো সময় শক খেয়ে ঝুলে থাকতে পারি,

তাতে অবশ্য তেমন কিছু আসবে যাবেনা,

মৃত্যুইতো!

এক নীড় হারা নিঃসঙ্গ কাকইতো!

গালিব সাহেব বলেছেন, " মৃত্যু ভালোবাসার চেয়ে শ্রেয়!"

এ কথার মর্মর ধ্বণি আমার চেয়ে বেশি কারো কানে বাজেনি।

এই এক জীবনে কারুর অনর্থ করিনি নিজের ছাড়া,

বেশি কিছুনা কেবল ভালোবেসেছিলাম!

নিজের ভেতরে ; শত্রুর ত্রিকোণ পরিবেষ্টনী আছে আমি

কি জানতাম?

ওদের যে আমি ঠকিয়েছি এতদিন,

আজ তারা আমায় ঘরছাড়া করলো, করতেই পারে,

আমিই অপরাধী।

নিজের ঘর নড়বড়, আমি বাঁধি পড়শির ঘর!

মৃত্যুর পর আমার কবরে লিখে দিও,

অপরাধী আমি ভালোবাসার!

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ