
আমি কোন পৃথক নই,
নই ভিন্ন জাতের ~
ভিন্ন মতে জোর নেই
আবদ্ধ নেই কোন খাতের ।।
আকাশ ছোঁয়ার স্বভাব আছে
মুক্ত চিন্তায় থাকি বেশ ~
বাঁধন হারা পাখীর ডানায়
দামাল হাওয়ায় উড়াই কেশ ।
আমি একটু অন্য রকম
ভিন্ন প্রেমে মজি ~
প্রলয় ঝরা, কলুষিত ভরা
ইতিবাচক খুঁজি ।
আমি না হয় হলাম একটু
অন্য রকম ভিন্ন ~
খুঁজে দেখো, যতনে রেখেছি ~
ভালবাসা তোমার জন্য ।।
~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০৬/০৫/২০২০
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনি ভিন্ন হয়েই থাকুন, ভালোবাসাটা যতন করেই রাখুন। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা আপনার জন্য
হালিম নজরুল
“আকাশ ছোঁয়ার স্বভাব আছে
মুক্ত চিন্তায় থাকি বেশ ~
বাঁধন হারা পাখীর ডানায়
দামাল হাওয়ায় উড়াই কেশ ”
————–বাহ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
লেখা বেশ । ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
নীরা সাদীয়া
সমসাময়িক প্রসঙ্গে লেখা মনে হচ্ছে ।
কামরুল ইসলাম
সমসাময়িকই বটে,
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
“আমি একটু অন্য রকম
ভিন্ন প্রেমে মজি ~
প্রলয় ঝরা, কলুষিত ভরা
ইতিবাচক খুঁজি ।”
একটু অন্য রকম রোমান্টিক কবিতা
ভাল লাগল ইতিবাচক হওয়ার বাসনায়
শুভ কামনায়।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ লিখেছেন
অন্য রকম ভিন্ন ভালোবাসা যত্নে থাকুক
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
শামীম চৌধুরী
খুঁজে দেখো, যতনে রেখেছি ~
ভালবাসা তোমার জন্য ।।
আহারে সবাই যদি কবির মতন ভালবাসা যতনে রাখতেন তবে ভালবাসার অমর্যদা কোনদিন হতো না। ভাল লাগলো কবিতাটি।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
তৌহিদ
অন্যরকম থাকাই ভালো। ভালোবাসা দেয়া নেয়ায় এসব বাঁধা নয়।
ভালো থাকবেন ভাইন
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা,
নিরাপদে থাকুন, সুস্থ থাকুন