অন্বেষণ

সুপর্ণা ফাল্গুনী ১২ জুন ২০২০, শুক্রবার, ০৬:০৬:০৯অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য

একদিন হয়তো আমায় ভেবে
দু’ফোঁটা জল জমবে চোখের কার্নিশে,
হয়তো অহংকারের বাঁধ ভেঙে সেই জল
কপোল ছুঁয়ে বুকের বাম পাশের কূয়োতে জমবে;
কূয়োর উপচে পড়া জল হয়তো সেদিন
আমাকে পাওয়ার আকুলতা বাড়িয়ে দেবে।
ভাসিয়ে নিয়ে যাবে যেদিন তোমায় মৃত্যুর কিনারায়,
আমাকে একনজর দেখার আক্ষেপে পুড়বে অন্তিম সময়ে।

হয়তো আমাকে কিছু বলতে চাইবে,
নয়তো ফিরিয়ে দেয়া ভালোবাসা ফিরে পেতে চাইবে।
হয়তো সেদিন খুঁজবে আমায় সমীরণ স্পর্শে,
বুনোফুলের মনমাতানো গন্ধে;
নয়তো খুঁজবে নদীর টলমলে স্রোতধারায়,
সন্ধ্যা-রাতের তারার মেলায়,
পাখির কূজনে, বৃষ্টির শ্রাবন-ধারায়।

সেদিন আমি হয়তো থাকবো তোমা হতে
যোজন যোজন দূরে কোন এক নির্জনে,
অচেনা কোন ঠিকানায়;
নয়তো দেহভস্ম মিশে রবে অন্ধকার মাটির বিছানায়,
আমার আত্না হয়তো ওপারে তোমার কষ্টে
আর্তনাদ করবে, হাহাকার করবে;
তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসার চাদরে মুড়িয়ে দিতে চাইবে,
ওপার থেকে ফিরে আসার ব্যাকুলতায় ছটফট করবে,
কূয়োর সব জল অধরের ছোঁয়ায় চুষে নিতে চাইবে।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ