আচ্ছা হচ্ছেটা কি বলেন তো দাদা? যে সমাজের চিত্র বিভিন্ন কবি/ লেখক/ সেই যুগ যুগান্তর ধরে কথা সাহিত্যে, কবিতায়, গল্পে, বক্তব্যে লিখে, প্রকাশ করে যাচ্ছে বা যাচ্ছি! এতো চিরাচরিত হয়ে যাচ্ছে প্রতিক্ষনে।
উত্তরনের পথ কই?
শুধুই চারিদিকে হতাসার চিত্র।
ভালো থাকুন সবসময় দাদা।
শুভ কামনা।
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
মনোরম লেখা ।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা,
ভালো থাকবেন সবসময়।
মনির হোসেন মমি
সদা সত্য বচণধারী সঞ্চয়দার এ কবিতা যেন সমাজের বাস্তবতা।সুন্দর হয়েছে।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা-ভালোবাসা।
ভালো থাকবেন সবসময় আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সমাজের বাস্তবতা তুলে ধরলেন সুন্দর করে। খুব ভালো লাগলো দাদা। শুভ কামনা রইলো আপনার জন্য
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা।
ভালো থাকবেন সব সময় অনেক অনেক শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সমাজের অবক্ষয়ের অপূর্ব চিত্র — শান্ত নয় থানা পুলিশ…
সুদ ঘোষে সমাজ বিলপ্তি!!
শুভ কামনা রইল
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা,
ভালোবাসা অফুরন্ত, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
পথ হয়েছে রক্ত মাখা…..
মরা মানুষের গন্ধে!
শ্মশানে হয়েছে চিতার আড্ডা
বাঁচা মরার দ্বন্ধে।
সমাজের প্রতিফলনটা উঠে আসলো।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
শ্রদ্ধেয় দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
বন্যা লিপি
আচ্ছা হচ্ছেটা কি বলেন তো দাদা? যে সমাজের চিত্র বিভিন্ন কবি/ লেখক/ সেই যুগ যুগান্তর ধরে কথা সাহিত্যে, কবিতায়, গল্পে, বক্তব্যে লিখে, প্রকাশ করে যাচ্ছে বা যাচ্ছি! এতো চিরাচরিত হয়ে যাচ্ছে প্রতিক্ষনে।
উত্তরনের পথ কই?
শুধুই চারিদিকে হতাসার চিত্র।
ভালো থাকুন সবসময় দাদা।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
শ্রদ্ধেয় দিদি, আপনেকে অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে কৃতজ্ঞতা ও মুগ্ধতা।
দিদি কি হচ্ছে বুঝিনা,
উত্তরণের পথ খুঁজে পাই-না ,
চিত্র বিচিত্র, কবি /লেখকের
লেখাই তো প্রতিবাদ মঞ্চ।
দিদি, উত্তরণের পথ’ই তো – সমাজ প্রতির হাতে অন্ধ,
চিত্র বিচিত্র, বর্তমান বৈষম্য , কবি/লেখকদের কলমটাই আছে প্রতিবাদ করেতে দক্ষ।
ভালো থাকবেন দিদি শুভ কামনা রইলো ।
আরজু মুক্তা
দাদা, কবিতা হৃদয় ছুঁয়ে গেলো।
এ কেমন পথ পরিক্রমা?
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা ভালোবাসা।
ভালো লাগা অফুরন্ত ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
মাছুম হাবিবী
অনেক সুন্দর একটি কবিতা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালো থাকবেনা সবসময় শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
দাদা চরম বাস্তবতা তুলে ধরেছেন সুন্দর লেখনীতে।
সত্যি সময়টা বড়ো অসহনীয়।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ আপু, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা।