অন্তহীন পথের যাত্রী আমি এক,
হেঁটে চলেছি যুগ থেকে যুগান্তরে।
কেনো হাঁটছি কোথায় হাঁটছি-
কিসের উপর ভর করে হাঁটছি?
পাইনি খুঁজে গন্তব্য।
কেবল হেঁটেই চলেছি আমি অন্তহীন পথে,
হেঁটেছি আমি পৃথিবীর আনাচে কানাচে,
উত্তর মেরু থেকে দক্ষিণ মরুতে।
কখনো হেঁটেছি আমি বৃত্তাকারে,
কখনো বা চক্রাকারে।
খুঁজতে গিয়ে জীবনের মানে,
ক্লান্তি নেমে এসেছে পথে।
শতস্রহস বছরের ক্লান্তি নিয়েও-
খুঁজে চলেছি আমি জীবনের মানে।
আকাশ, বাতাস,পাহাড়, সাগর
কোথাও রাখিনি খুঁজতে বাকি।
তবুও পাই নি খুঁজে জীবনের মানে,
পাইনি,পাইনি খুঁজে বাঁচার মানে।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ