অন্তহীন অবসর

সুপায়ন বড়ুয়া ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার, ১১:৩৯:৪২পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

দিন যায় রাত আসে
সময় কেটে যায় অন্তহীন অবসরে
অনিশ্চিত গন্তব্যের দোলাচলে।

প্রতিদিন স্বপ্ন দেখি সুদিনের প্রতীক্ষায়
মন নেচে উঠে আলোক রশ্মি দেখে
দিনান্তে সুর্যের অস্তাচলে।

চাঁদের আলোয় জোনাকীরা মেলে পাখা
সোনালী ফসল মাঠে সুর তুলে যায়
আলো ঝলমল তারায়।

মনের অগোচরে স্বপ্ন বুনে যাই
আলোড়িত করে দেহ তনু মন
প্রিয়জনের ভালবাসায়।

পূবআকাশে উদীয়মান সোনালী সূর্যের আভায়
কেটে যায় দু:স্বপ্নের রাত, আশায় বাঁধি বুক
সোনালী দিনের আশায়।

ছবি নেট থেকে

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ