
দিন যায় রাত আসে
সময় কেটে যায় অন্তহীন অবসরে
অনিশ্চিত গন্তব্যের দোলাচলে।
প্রতিদিন স্বপ্ন দেখি সুদিনের প্রতীক্ষায়
মন নেচে উঠে আলোক রশ্মি দেখে
দিনান্তে সুর্যের অস্তাচলে।
চাঁদের আলোয় জোনাকীরা মেলে পাখা
সোনালী ফসল মাঠে সুর তুলে যায়
আলো ঝলমল তারায়।
মনের অগোচরে স্বপ্ন বুনে যাই
আলোড়িত করে দেহ তনু মন
প্রিয়জনের ভালবাসায়।
পূবআকাশে উদীয়মান সোনালী সূর্যের আভায়
কেটে যায় দু:স্বপ্নের রাত, আশায় বাঁধি বুক
সোনালী দিনের আশায়।
ছবি নেট থেকে
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
করনাকালে কার কি হয়েছে/হচ্ছে/হবে জানি না,
তবে আপনি আপনাকে ছাড়িয়ে যাচ্ছেন, এ প্রাপ্তিতে সাথে থাকতে পেরে অবশ্যই আন্নদিত/উচ্ছসিত।
অবশ্যই আমরা আশায় বুক বাঁধি, বাঁধবো-ও।
অনেক সুন্দর লেখা।
সুপায়ন বড়ুয়া
প্রথমত মহারাজের প্রথম দেখা ও মন্তব্যে আপ্লুত।
কি বলে ধন্যবাদ দেবো বন্ধু তোমায়
ভাষা পেয়ে হারাই।
শুভ কামনায়।
সুরাইয়া পারভীন
আবার আসবে ফিরে সোনালী সেদিন
আসবে ফিরে সুসময়। আশা জাগানিয়া প্রাণ যে সেই আশাতেই বেঁচে থাকে।
দুর্দান্ত লিখেছেন দাদা 👏👏👏
সুপায়ন বড়ুয়া
কাজটা আমার স্বপ্ন দেখা
স্বপ্ন বিলিয়ে যাই
একটু খানি আলোর দেখা
যদি খুঁজে পাই।
সুদিন আসবেই। শুভ কামনায়।
প্রদীপ চক্রবর্তী
পূবআকাশে উদীয়মান সোনালী সূর্যের আভায়
কেটে যায় দু:স্বপ্নের রাত, আশায় বাঁধি বুক
সোনালী দিনের আশায়।
আমার সে দিনের অপেক্ষায়…
অনবদ্য কাব্যকথন।
ভালো লাগলো দাদা।
শুভকামনা অনেক…
সুপায়ন বড়ুয়া
অবসরে শুধু স্বপ্ন দেখে যাই
বাস্তব কত দুরে
আশায় আশায় দিন কেটে যায়
সুদিন যদি ফিরে।
আপনার প্রশংষায় ধন্য। শুভ কামনা।
তৌহিদ
আমরা নতুন ভোরে নতুন আশার আলোয় উদ্ভাসিত সূর্য দেখবো বলেই বেঁচে আছি। আশাইতো এখন একমাত্র অবলম্বন।
আপনার কবিতায় শব্দের গাঁথুনি মনে দোলা দিয়ে যায়। সত্যি ভালো লেখেন আপনি দাদা। ভালো থাকবেন।
সুরাইয়া নার্গিস
ইনশাল্লাহ্ আবার সুদিন ফিরে আসবে দাদা।
আল্লাহ্ এই মহামারী খুব তাড়াতাড়ি শেষ করবেন, আর রমজানের উছিলায় আমাদের সবাইকে হেদায়েতের পথ দেখাবেন।
সোনালী দিন ফিরে আসবে পৃথিবীর বুকে, ভোরের সূর্য উঁকি দিবে সবকিছু আবার সুন্দর হয়ে যাবে এই প্রতীক্ষা আমাদের জন্য।
সুন্দর লেখার জন্য ধন্যবাদ দাদা।
সুপায়ন বড়ুয়া
আপনার প্রশংষায় হই ধন্য
অনুপ্রেরণা পাই আপনার জন্য।
ধন্যবাদ দিয়ে ছোট করব না ভাই
থাকুন ভাল । শুভ কামনা জানাই।
সুপর্ণা ফাল্গুনী
অন্তহীন অবসরে সুন্দর সুন্দর ভাবনার পেখম মেলে দেন, আর আমাদেরকে মন ভোলানো লেখা উপহার দেন। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
কি বলে ধন্যবাদ জানাব দিদিকে
অবসরে শুধু লিখে যাই
যদি দিদির চোখ পড়ে তাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দাদা
মনির হোসেন মমি
পূবআকাশে উদীয়মান সোনালী সূর্যের আভায়
কেটে যায় দু:স্বপ্নের রাত, আশায় বাঁধি বুক
সোনালী দিনের আশায়।
অনবদ্য সকলের প্রত্যাশা।
সুপায়ন বড়ুয়া
কৃতার্থ বন্ধু ,
অনুপ্রাণিত হই আপনাদের প্রশংষায়।
ভাল থাকবেন। শুভ কামনায়।
সুরাইয়া নার্গিস
ইনশাল্লাহ্ আবার সুদিন ফিরে আসবে দাদা।
আল্লাহ্ এই মহামারী খুব তাড়াতাড়ি শেষ করবেন, আর রমজানের উছিলায় আমাদের সবাইকে হেদায়েতের পথ দেখাবেন।
সোনালী দিন ফিরে আসবে পৃথিবীর বুকে, ভোরের সূর্য উঁকি দিবে সবকিছু আবার সুন্দর হয়ে যাবে এই প্রতীক্ষা আমাদের জন্য।
সুন্দর লেখার জন্য ধন্যবাদ দাদা।
সুপায়ন বড়ুয়া
আপু এত সুন্দর করে কষ্ট করে
মন্তব্য করে যান। অনুপ্রেরণা পাই
ধন্যবাদ বলে ছোট করতে চাই না।
ভাল থাকবেন। শুভ কামনা করে যাই
সুদিনের অপেক্ষায়।
ফয়জুল মহী
সব কথা অতি সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
সুপায়ন বড়ুয়া
কৃতার্থ বন্ধু ,
অনুপ্রাণিত হই আপনাদের প্রশংষায়।
ভাল থাকবেন। শুভ কামনায়।
আরজু মুক্তা
আশা নিয়েই তো বাঁচি
সুপায়ন বড়ুয়া
আশায় থাকি আশায় বাঁচি
অন্তহীন অবসরে।
আপনি ও ভাল থাকুন। শুভ কামনা।
মাহবুবুল আলম
“প্রতিদিন স্বপ্ন দেখি সুদিনের প্রতীক্ষায়”
আপনার সাথে আমরা সবাই সুদিনের প্রতিক্ষায়
আবার আসবে ভোর, আবার আসবে সকাল প্রিয় এই মৃত্তিকায়।
কবিতা অনেক ভাল । শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
কৃতার্থ আমি, অনুপ্রেরণায় হয় ধন্য।
কাটুক অনিশ্চয়তা, আসুক ফিরে সুদিন
মানবিকতার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
হই ধন্য
হালিম নজরুল
কবিতা ভাল লাগছে দাদা। আর ছবি তো ভাললাগার ঠেলায় চুরি করে নিয়েই নিয়েছি। হা হা হা
সুপায়ন বড়ুয়া
ভাল লাগলো জেনে।
আমার পছন্দটা তাইলে মন্দ নয়।
খুশী হলাম। ধন্যবাদ।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
স্বপ্ন বাস্তব হয়ে আলো আসবেই একদিন।
শুভ কামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দাদা।
সুদিনের প্রতীক্ষায় থাকি সারাদিন মান।
ভাল থাকবেন। শুভ কামনা।