এক রক্তিম গোধূলি বেলায়,
তোমার চোখে দু'চোখ রেখে,
কত রঙ বেরঙের স্বপ্নের আল্পনা-
এঁকেছিলাম রঙহীন হৃদয় আঙ্গিনায়!
ভেবেছিলাম ধূলো ধূসরিত বিবর্ণ উঠান,
রাঙিয়ে তুলবো হরেক রকমের স্বপ্ন-রঙে।

কিন্তু কখনো ভাবনায় আসেনি
কৃষ্ণচূড়ার মতো টকটকে রক্তলাল-
গোধূলি বেলা হয়ে উঠবে বিভৎস পাঁশুটে,
রঙ-বেরঙের স্বপ্নরা হয়ে যাবে-
বিদঘুটে বিচ্ছি ম্রিয়মাণ,
আল্পনা হয়ে উঠবে নিস্তেজ নিষ্প্রাণ।

বিভৎস পাঁশুটে গোধূলি বেলায়,
বিদঘুটে বিচ্ছি ম্রিয়মাণ স্বপ্ন দিয়ে,
নিস্তেজ নিষ্প্রাণ আল্পনা এঁকে,
শেষদিন অব্দি অপেক্ষায় থাকবো তোমার।
তুমি আবার আসবে রাঙিয়ে তুলবে স্বপ্ন,
প্রাণ ফিরাবে নিষ্প্রাণ আল্পনার!

এ আমার অন্তর নিঃসৃত বিশ্বাস।
অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা বিশ্বাস,
কাঁচ-ভাঙ্গা ঢেউ এর মতো এসে,
নিঃশ্বাসে বিষ ঢেলে দিতে পারে না,
কেড়ে নিতে পারে না একটু একটু-
সঞ্চিত বিশ্বাসের সঞ্চয়টুকু।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ