
অন্তঃসত্ত্বা কাঠবেড়ালীর বুকফাটা আর্তনাদে
ঘুম ভাঙ্গে রাত্রির।
শুকনো পাতায় টুপটুপ শব্দে
ছিটকে পড়ে দু-ফোঁটা প্রসবের জল।
নব রক্তের গন্ধে
নেশাক্ত ফণা তুলে চকচকে শঙ্খনীল।
অনাহুত কোলাহলে, ডালে লতায় ঝুলে
বিষণ্ন বাঁদরের অজানায় আত্ম-প্রস্থান।
হটাৎ থেমে যায় লাল পিঁপড়ের রেল,
যেন চেইন টেনে ধরেছে কেউ-
চারপাশে কাঁচা রক্তের গন্ধ।
ঝর্নার জলে বুকের পশম ডুবিয়ে,
সঙ্গীর তৃষ্ণার্ত ঠোঁট ভেজানোর জন্য
ফিরতি পথে কাঠবেড়াল।
পদধ্বনি শুনে আধবোজা তাঁরার আলোয়,
চকচক করে উঠে নেকড়ের সদ্য নিদ্রাভাঙ্গা চোখ।
ছুটছে সবাই আপন নেশায়,
নিদ্রা ভাঙ্গার উৎসের খোঁজে।
বাসা ছেড়ে মরা ডালে আকাশ পানে চেয়ে
শিহরিত দোদুল্যমান দু’দুটি হুতুম পেঁচা।
গগণজুড়ে নিভু নিভু ,
ডুবে যাওয়ার অপেক্ষায় হাজারো নিশাচর তাঁরার মেলা।
আলো বলছে মেঘ নেই,
বাতাস বলছে ঝড় হবে !
নতুন ছানাটা কাঁপছে ভিষণ,
সূর্যটা যেন উঠবে কবে ?
-০-
৪৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
রাত্রীর/দুফোটা/ফনা/শংঙ্খনীল/বিষন্ন/পিপড়ের/পদধ্বনী/দুদোল্যমান/ভিষন
মনে করছেন বুইল্লা গেছি!!
এস.জেড বাবু
ও মোর খোদা
আবার দেহি ডিস্কো-নারী খুঁজতে অইবে।
দেলেন যহন- শুদ্ধ বানানগুলি ই দিতেন-
কি করি অহন !
ছাইরাছ হেলাল
শুদ্ধ!
তা কই পামু?
ভাল দেখে ভাল করে ডি….নারী খুঁজুন। আমাদের ও ভাগ দিয়েন,
রেহানা বীথি
শুদ্ধ বানান দেয়া যাবে না বাবু ভাই, ওই ডিস্কো-নারীতে নিজে নিজেই খুঁজে বের করুন। এত সুন্দর লেখেন আপনি, ভুল বানানের কারণে সব গুবলেট করে দেন। আপনি যে ডিস্কো-নারী দেখছেন, তার প্রমাণ আমরা আগামী লেখায় পেতে চাই।
শুভকামনা বাবু ভাই, ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
রক্ষা রবে না, আপনাকে নারীতে যেতেই হবে।
এস.জেড বাবু
দুজনকেই ধন্যবাদ- ভাই আর আপু,
বাচ্চাদের সাথে যদি বাল্যশিক্ষা নিয়ে বসি, লজ্জা পামু তো।
ওরা আজকাল কত বড়সড় বই পড়ে!
দেখা যাক- পথ একটা তো বের করতেই হবে।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি ।
এস.জেড বাবু
অনেক ধন্যবাদ ভাইজান-
শুভকামনা নিরন্তর
বন্যা লিপি
ওরে বাবা!! ব্যাখ্যাতীত প্রকাশ।
অন্তর্নিহিত ব্যাখ্যা কখনো কখনো বোধের উঠোনে ঝড় তোলে। শব্দ খুঁজে পাওয়া অসম্ভব লিখে বা বলে বোঝানো।
ভীষণ ভালো লাগলো।
মুগ্ধ পাঠক।
এস.জেড বাবু
বন্যাপু মন্তব্য না করলে সোনেলায় আমার লিখা শূণ্যতায় ঝুলে থাকে।
অনুপ্রাণিত- কৃতার্থ আপু
ধন্যবাদ আপনাকে
সবাইকে নিয়ে সাবধানে / সাচ্ছন্দে এবং সুখে থাকুন
সুস্থ থাকুন
জিসান শা ইকরাম
সূর্যটা উঠুক সহসাই,
শুভ কামনা।
এস.জেড বাবু
আলো আসুক তবে- আঁধার কেটে যাক।
এটাই কামনা
অনেক ধন্যবাদ ভাই,
শুভেচ্ছা
সুরাইয়া পারভীন
খুব শীঘ্রই উঠবে সূর্য
শুরু হবে নতূন সকাল
চৎমকার উপস্থাপন
সুরাইয়া পারভীন
চমৎকার
এস.জেড বাবু
শুভেচ্ছা নিরন্তর আপু
ভালো থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
“আলো বলছে মেঘ নেই,
বাতাস বলছে ঝড় হবে !
নতুন ছানাটা কাঁপছে ভিষন,
সূর্যটা যেন উঠবে কবে ?”
নতুন সুর্য উঠবেই
বাবু ভাই জিতবে।
সুন্দর একটি কবিতা।
শুভ কামনা।
এস.জেড বাবু
কৃতজ্ঞতা দাদা
অনুপ্রাণিত
অনেক ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
এমন দূর্যোগময় সময় কেটে যাবে, সূর্যের আলো ঝলমলিয়ে উঠবেই। সবুরে মেওয়া ফলে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
এস.জেড বাবু
আলো আসুক
আজ কাল পরশু বা আরও কিছুকাল পর-
মানবতা টিকে থাকুক, আসছে আগামীর প্রতিটি প্রাণ বুক ভরে নিঃশ্বাস নিক বিশ্বাস ভরে।
শুভকামনা আপু
সুস্থ থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
কাঠবিড়ালী, ফণা, শংঙ্খচিল, হঠাৎ, পিঁপড়ে, পদধ্বনি, তারা, দোদুল্যমান ভীষণ- বাবু ভাই দেখেন তো এমন হবে কিনা?
ছাইরাছ হেলাল
আরে আপনি করেন কী?
আমাদের ও কিন্তু বলে দিতে হবে, শুধু ভুলটুকু হলেই চলবে।
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣🤣। আপনার ভুল ধরার সাহস নেই।
ছাইরাছ হেলাল
এ ভাবে বঞ্চিত করা ঠিক হবে না।
আমার তো ভুল হয়।
সুপর্ণা ফাল্গুনী
অভয় দিলে প্রুফ রিডার হতে পারি।
ছাইরাছ হেলাল
জাতি আপনাকেই খুঁজছে।
পাকা কথা রইলো কিন্তু। নির্ভয়ে শুধু দেখাবেন, এর পরেরটুকু নিজ দায়িত্বে সেরে নেব।
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও! ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। শুভ সকাল। “চাকরি টা আমি পেয়ে গেছি বেলা শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না ভুল ধরতে। মহারাজ অনুমতি দিয়েছে।” 😍😍😍😍
এস.জেড বাবু
ক্যাশ মেমো লিখতে লিখতে বারোটা বেঁজে গেছে বানানের। আমার হাতের লিখা এমন যে, মেমোতে কেউ শুদ্ধ আর ভুল খুঁজে পায়না- ।(কষ্ট করে বুঝে লয় “এই পণ্যের নাম / দাম এইটা”)
বুঝতে পারছি – সময় নিতে হবে। যা তা টাইপ করার বদঅভ্যাস পরিত্যাগ করার পরই ফিরতে হবে লিখায়।
শুদ্ধতার পরিপূর্ণ থাকুক সোনেলা শতবর্ষ ধরে।
শুভেচ্ছা দুজনকেই।
ছাইরাছ হেলাল
এ সব তুঘলকি বুদ্ধিতে কাজ হবে না।
জলদি লেখা বের করুন, ঠিক-ঠাক ভাবে নিয়মিত।
কামাল উদ্দিন
এমন সব ভাবনায় দূর্দান্ত লিখেছেন ভাই। কবিরাই কেবল এতোসব ভাবনা ভাবতে পারে…..শুভ কামনা সব সময়।
এস.জেড বাবু
অনেক খুশি হলাম মন্তব্যে।
চুরান্ত অনুপ্রাণিত ভাইজান।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়।
তৌহিদ
সবাই খালি বানান ধত্তে আছে, মুই কিন্তুক আশার আলো দেকিচ্ছি বাবুভাই।
আশার আলো আসবেই আসবে।
এস.জেড বাবু
বিশ্বাস করেন ভাইজান-
জটিল কিছু মাতায় আইলে এমনেই “বানান জ্ঞান স্বল্পতা” র অভাবে লেহি না।
যাউকগা- তৌহিদ ভাইয়ের মন্তব্যে খুশি লাগতেআছে।
অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা ভাইজান।
ভালো থাকবেন
তৌহিদ
ব্যাপার না ভাইজান, একটু খেয়াল রাখতেই হবে।
সঞ্জয় মালাকার
আলো বলছে মেঘ নেই,
বাতাস বলছে ঝড় হবে !
নতুন ছানাটা কাঁপছে ভিষন,
সূর্যটা যেন উঠবে কবে ?”
আশার আলো ঝলমলে হয়ে উঠবে বাবু ভাই।
শুভ কামনা রইলো।
এস.জেড বাবু
কৃতজ্ঞ ভাইজান
ভালো থাকবেন
সাবধান থাকবেন
সুস্থ থাকবেন
হালিম নজরুল
লেখাটি অসাধারণ,———-
এস.জেড বাবু
কৃতজ্ঞ নজরুল ভাই
শতবর্ষ বেঁচে থাকুন সাচ্ছন্দে।
জাকিয়া জেসমিন যূথী
আলো আসবার জন্যেই তো আসে ঘোর অন্ধকা। উজ্জ্বল সোনালী শুচিশুদ্ধ নতুন পৃথিবীর জন্ম হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। ধৈর্য ধরে এখন অপেক্ষা করতে হবে সেই সময়ের।
চমৎকার লিখেছেন ভাইয়া।
ভালো থাকবেন।
এস.জেড বাবু
বাহ্
মিষ্টি মন্তব্য। চমৎকার বলেছেন আপু।
একরাশি কৃতজ্ঞতা আপনার জন্য।
ভালো থাকবেন সবসময়।
নীরা সাদীয়া
সূর্য তো একদিন উঠবেই। তবে প্রকৃতি থেকে নেওয়া উপকরণ দিয়ে সাজিয়েছেন আপনার কবিতা, এটা অনেক ভালো লাগলো।
এস.জেড বাবু
অনেক ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।
শুভকামনা আপু
সুরাইয়া নার্গিস
সব মিলিয়ে অসাধারন লিখছেন, পড়ে মুগ্ধ হলাম দারুন লাগলো ভাইয়া।
ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়,
শুভ কামনা রইল ভাইয়া।
এস.জেড বাবু
আপনাকে শুভেচ্ছা
খুশি হলাম সুন্দর মন্তব্য দেখে।
ভালো থাকবেন সবসময় আপু