
অনেক কথা,কিন্তু তালমিল নেই।
জীবনের লক্ষ্যে তুমি আপন হয়ে রবে তুমি শিক্ষা।
পিতা,
যে মানুষ টা রোজ সকালে হারিয়ে যায় কাজে, যে মানুষ টা অন্ন যোগাতে রোজ হয় মাটি, যে মানুষ টা বাঁচিয়ে রাখে সংসার পরিপাটি।
বাবা আমার জগৎ জুড়ে তুমি আনন্দ।
তুমি গরীব দুঃখীর বন্ধু হোও
মমতায় হাত বাড়িয়ে দাও,
তুমি সমাজে সসভ্যতার আলো তুলো
তুমি পরিবর্তনশীল হোও
জীবনে তুমি দুঃখের দিনেও আনন্দ পাবে।
জীবনকে নিয়ে চলছি নতুন কোন ঠিকানায়,
স্বপ্ন গুলো নতুন করে সাজাতে।
জীবনের নতুন অধ্যায় মেঘে মেঘে শুরু।
আমি যাবো মিশে…..
আর কখনো দাড়াবো না প্রিয়ে তোরই গাঁ ঘেঁষে।
আমি রয়ে যাবো সেই আগের মত।
থেকে যাবে আগুন পোড়া ক্ষত।
তুমি জাগিয়ে দিও ভোরের আলোয়,
আরেকটা দিন আনন্দের
দুয়ারে।
তুমি স্বাধীন স্বচ্ছ দিন আনন্দ,
তোমায় নিয়ে স্বপ্ন মিলাই।
বাবু ফিরে চল নিজে ঘরে
মা-যে অপেক্ষা করছেন
তুমি আসোনি বলে।
সঙ্গে থাকো তুমি প্রিয় রোদ্দুর।
জীবনের লক্ষ্যে তুমি আপন হয়ে রবে
তুমি শিক্ষা , বাংলা বর্ণ চিহ্নিত প্রিয় মানুষের মমত্বে।
আমি দিন শেষে তোমারি অপেক্ষায় রই,
তুমি আসবে আমার উঠোনে।
জীবন জুড়ে শুধু সঙ্কট আর সঙ্কট!
আমি আলোয় জেগেছি মানব মনুষ্যত্বের ধারে,
আমায় আদর দিও প্রেম ভালোবেসে।
ওরে মানব রং দোলাও সুন্দর হবে আগামী দিন।
বাস্তবতা বড়ই কঠির,বাস্তব যে হয়েছে বিলিন
সত্যের প্রয়োজনে আনন্দ,আমি হাসিতে চাই চিরদিন!
আমায় ক্ষমা করে দিও,দিও শিক্ষা বিকাশের আহুতি,
ভুল গুলো শোধরে নিয়ে আবারও যেনো কিছু লিখতে পারি।
স্বপ্ন তুমি, সত্যি আনন্দ দিও,
আমি তোমার সঙ্গে রাত কাঁটাবো।
তুমি এসো গো হে মোর প্রিয়ে,
ভেজা শরীরে আমার ভাঙা উঠুনে
শুভ্র সতেজ পুষ্প তোমায় খোঁপায় জজড়াবো।
শব্দ বিবরণ শীতের আগমন
নবান্নের আয়োজন,
কৃষকের জমিতে সোনার ফসল!
কি আছে পাওয়ার,কিছুই তো নেই
আমি নিঃচিহ্ন পরাজয়?
এসো আমারও আঙিনায় হৃদয়ও মন্দিরে
হৃদয়ও মমতা হয়ে…
তোমার কিঞ্চিত প্রেম হাসাবে ভূবন।
আমি এই বাংলার বাউল, বাংলা আমার প্রাণ।
আমি এক নগর বাউল
স্হান শূন্য মন,
লোকে-কয় আমি পাগল
আমি বলি না না –
এ-জগৎ হতে আমি সৃষ্টি।
স্রষ্ঠার নিয়মে –
আমি এক নগর বাউল,
দু’টুকরো কাপড়ে আমার সংসারী!
মানব বলে কথা, সত্য নাকি মিথ্যা,
মানুষ মনুষ্যত্ব বলিতে বলিতে আমার এ পথে আসা!
লোকে-কয় আমি পাগল –
আমি বলি না না – আমি বাউল
বাউল গানই আমার পেশা।
একটা পাথর মন্দিরে পৌছালে, ভগবান হয়ে যায়,
কিন্তু মানুষ মন্দিরে প্রতিদিন যায়
তবুও পাথরই থাকে।
একটা কথা বলি বিচার করো বিবেক দ্বারায়,
মানবতা হবে জয়ী।
কুয়াশা পেরিয়ে
দৃপ্ত পায়ে অাগামীর ভবিষ্যৎ –
ওগো প্রিয়তম…..
তুমি ফিরে আসলেই আমি নতুন করে স্বপ্ন সাজাবো
আমার মনের রঙিন বাঁগিচায়।
প্রিয় তোমার শূন্যতার প্রেম আমাকে বহু কাঁদায়।
প্রেম হয়না পরকীয়ায়,প্রেম হয় সত্য সততায়,
তুমি যে প্রেম নামে হয়েছ, শরীর খেলায় লিপ্ত
হারিয়ছ সংসার,সতীর সঙ্গ।
১১টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
তালমিল নেই, কিন্তু সত্যকে জানার স্পৃহা আছে। বাবার প্রতি কৃতজ্ঞতা বোধ, শিক্ষার প্রতি আগ্রহ, আলোকিত মানুষ হওয়ার বাসনা, স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা, সব কিছুই দেখা গেলো লেখাটিতে।
এক জীবনে আমার ভালো লাগা, মন্দ লাগা, চাওয়ার কোনো শেষ থাকে না। কি পেলাম, কি হারালাম ভাবতে ভাবতেই সময় ফুরিয়ে যায়।
এলোমেলো লেখা ভালো হয়েছে দাদা।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, আপনাদের ভালো লেগেছে শুনে আমি গর্ভবোধ করি।কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন।
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।
সুরাইয়া পারভিন
তামিল হলেও শুরুটা হয়েছিল পিতার প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা দিয়ে।
শেষটা হয়েছে পবিত্র প্রেম দিয়ে। প্রেম কখনো পরকিয়া নয়। দারুণ লিখেছেন
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দিদি, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
তালমিল
এস.জেড বাবু
আমি যাবো মিশে…..
আর কখনো দাড়াবো না প্রিয়ে তোরই গাঁ ঘেঁষে।
আমি রয়ে যাবো সেই আগের মত।
থেকে যাবে আগুন পোড়া ক্ষত।
আপনার প্রতিটি ইচ্ছা যেন আপনার বাবার স্বপ্নের ছাঁয়া।
বেশ ভাল লাগলো।
দুজনের জন্য শুভকামনা রইলো, যে যেখানে থাকুন- ভাল থাকুন।
সঞ্জয় মালাকার
শ্রদ্ধে বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সব সময় শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
অনেক ভালো লিখেছেন দাদা,
এত বড় কবিতা আপনি কমই লেখেন,
তারপরেও কবিতা ঝুলে যায়নি কোথাও।
শুভ কামনা দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, আপনাদের ভালো লাগাতে আমি আনন্দিত হই।
আপনা রজন্যও অনেক অনেক শুভ কামনা।
নিতাই বাবু
“মানব বলে কথা, সত্য নাকি মিথ্যা,
মানুষ মনুষ্যত্ব বলিতে বলিতে আমার এ পথে আসা!”
চমৎকার উপস্থাপন। সুন্দর একটা কবিতা। বড় হলেও অনায়াসে পড়তে পেরেছি।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা।
মন্তব্যে মুগ্ধতা, আপনাদের ভালো লাগাতে আমি উৎসাহিত হই।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা