অনু অনুভব

এস.জেড বাবু ১৯ মে ২০২০, মঙ্গলবার, ০১:৪৫:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

ভালোবাসা- 

যার কোন মানে নেই

অর্থ বা প্রতিশব্দ নেই

কোনও কারণ ও নেই___॥

ভালোবাসা- 

যেখানে কোনও চাওয়া পাওয়া থাকতে নেই 

অনুদান বা প্রতিদান নেই 

আশা বা ভরসা রাখতে নেই___॥

হৃদয়ের একান্ত ইচ্ছেগুলোতে 

শীত গ্রীষ্ম বর্য়ায় পরগাছার মতো জড়িয়ে থাকা 

নিরবিচ্ছিন্ন এক অনুভূতির শাব্দিক উচ্চারণ- ভালোবাসা__॥

যদি এমন কোনও অনুভূতির সংস্পর্শে 

ভিন্ন কোনও হৃদয়ের অজানা সুর 

ঠোঁট গলিয়ে / গুনগুনিয়ে উচ্চারিত হয়- 

তবে তা প্রেম___॥ 

যার মানে - তুমি আর আমি 

যার প্রতিশব্দ- তুমি আর আমি 

যার কারণ- তুমি আর আমি 

যার চাওয়া- তুমি আর তুমি 

যার প্রতিদান- তুমি আর তুমি 

যার ভরসায়- তুমি শুধু তুমি

হৃদয়ের একান্ত ইচ্ছেগুলোকে 

সকাল দুপুর রাতে 

যে কন্টাকাকীর্ণ লতানো অনুভূতি 

অনন্তকাল ধরে খুঁচিয়ে খুঁচিয়ে জীবন্ত করে রাখে 

তবেই তা প্রেম___॥

পাওয়া বা না পাওয়া, যে অনুভূতির উর্ধ্বে - সে হলে প্রেম

যে অনুভবের বিনাশ নেই জীবনের অন্তে- সেই প্রকৃত প্রেম__॥

অবাক হলেও সত্যি যে-

সে প্রেমের শুরু হয়তো ভালোবাসায়

_____________হয়তো অদেখায়__॥

-০-

 

___১৮’মে- ২০২০

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ