
ভালোবাসা-
যার কোন মানে নেই
অর্থ বা প্রতিশব্দ নেই
কোনও কারণ ও নেই___॥
ভালোবাসা-
যেখানে কোনও চাওয়া পাওয়া থাকতে নেই
অনুদান বা প্রতিদান নেই
আশা বা ভরসা রাখতে নেই___॥
হৃদয়ের একান্ত ইচ্ছেগুলোতে
শীত গ্রীষ্ম বর্য়ায় পরগাছার মতো জড়িয়ে থাকা
নিরবিচ্ছিন্ন এক অনুভূতির শাব্দিক উচ্চারণ- ভালোবাসা__॥
যদি এমন কোনও অনুভূতির সংস্পর্শে
ভিন্ন কোনও হৃদয়ের অজানা সুর
ঠোঁট গলিয়ে / গুনগুনিয়ে উচ্চারিত হয়-
তবে তা প্রেম___॥
যার মানে – তুমি আর আমি
যার প্রতিশব্দ- তুমি আর আমি
যার কারণ- তুমি আর আমি
যার চাওয়া- তুমি আর তুমি
যার প্রতিদান- তুমি আর তুমি
যার ভরসায়- তুমি শুধু তুমি
হৃদয়ের একান্ত ইচ্ছেগুলোকে
সকাল দুপুর রাতে
যে কন্টাকাকীর্ণ লতানো অনুভূতি
অনন্তকাল ধরে খুঁচিয়ে খুঁচিয়ে জীবন্ত করে রাখে
তবেই তা প্রেম___॥
পাওয়া বা না পাওয়া, যে অনুভূতির উর্ধ্বে – সে হলে প্রেম
যে অনুভবের বিনাশ নেই জীবনের অন্তে- সেই প্রকৃত প্রেম__॥
অবাক হলেও সত্যি যে-
সে প্রেমের শুরু হয়তো ভালোবাসায়
_____________হয়তো অদেখায়__॥
-০-
___১৮’মে- ২০২০
২০টি মন্তব্য
ফয়জুল মহী
পাঞ্জল শব্দের গাঁথুনি।
এস.জেড বাবু
অনেক ধন্যবাদ ভাইজান
আষাঢ়ের ভেজা কদমের শুভেচ্ছা
ছাইরাছ হেলাল
প্রেম আর ভালুবাসা নিয়ে থিছিস করলেন কবে!
স্কুলের ঠিকানা দেন, ওখানে বসে ঘুটঘুট করার বুদ্ধি কে দিছে? নাম বলেন।
সীমিত ভাবেই না হয় ভাল হয়ে গেলেন!
এস.জেড বাবু
১৪ই ফেব্রুয়ারি
কেন জান নাই বটতলায় – প্রেম মেলায় ?
বুজ্জি
গিফট টিফট দিতে কিপ্টেমি করা হচ্ছে।
বছর ঘুরতেই আবার আসে ১৪ ফেব্রুয়ারি
কি করে ভালো হইতে পারি !
সরি ফর দেরিতে আনসার।
ভালো থাকবেন
কদমের শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো ভাইয়া। অনেক দিন পর আপনার লেখা পেলাম। ভালোবাসা আর প্রেমের দারুন বিশ্লেষণ করলেন। ভালো থাকবেন সবসময় শুভ সকাল
এস.জেড বাবু
আপু
আমি নিয়মিত হওয়ার মতো মানুষ নই হয়তো।
তবে সবাইকে মিস করি অনেক।
ইচ্ছে থাকে কিছু সময় সোনেলাতে দেয়ার। ফাঁকি দিয়ে অনেকের লিখা পড়ি- তবে মন্তব্য করার মতো মানষিকতা আর সময় জুটি করতে পারি না।
চেষ্টা করছি নিজের মতো।
ভালো থাকবেন আপু
সুপায়ন বড়ুয়া
এতোদিন ছিলেন কই মোর দাদা ভাই
ভালবাসার কবিতা লিখতে এতো সময় চাই ?
ভালো লাগলো।
ভাল থাকবেন। শুভ কামনা।
এস.জেড বাবু
দাদা
কৃতজ্ঞতা প্রথমেই
সরি বলছি লেট আনসার করার জন্য।
ঝামেলা গুলো ইচ্ছেমতো জাপটে রাখে চারপাশ থেকে।
ফুসরত পেয়ে উঠি না।
অনেক শুভকামনা আপনার জন্য।
ভালো থাকবেন প্রিয় ভাইজান।
তৌহিদ
ভালোবাসা মানে নিজেদের ইচ্ছেগুলোকে পূর্ণতা দেয়ার চেষ্টা। তুমি আরর আমির গল্প। কোন তৃতীয় পক্ষ নেই। আপনিতো রীতিমতো গবেষণা করলেন দেখছি!
ভালো থাকুন ভাই।
এস.জেড বাবু
ভালোবাসা
এ যুগের সবচেয়ে সস্তা গবেষণার বিষয়বস্তু
সবাই গবেষক-
কৃতার্থ ভাইজান।
ভালো থাকবেন
জিসান শা ইকরাম
প্রেম আর ভালোবাসা কি তা ভালোই বুঝিয়েছেন এই কবিতায় 🙂
শুভ কামনা।
এস.জেড বাবু
ধন্যবাদ প্রিয় ভাইজান।
শুভেচ্ছান্তে কৃতজ্ঞতা রেখে গেলাম।
ভালো থাকবেন।
রেহানা বীথি
প্রেম আর ভালোবাসার সুন্দর বিশ্লেষণ। খুব ভালো লাগলো ভাই।
এস.জেড বাবু
খুশি হলাম আপু
আপনাদের ভালোলাগা আমার মতো একজনের চরম প্রাপ্তি।
দোয়া ও শুভকামনা
ভালো থাকবেন সবসময়
শামীম চৌধুরী
বাবু ভাই আপনি সবসময় আমার কাছে একজন প্রেমের কবি। ভাল থাকবেন কবি প্রেমকে সঙ্গী করে।
এস.জেড বাবু
হাহাহা
শুধু ধন্যবাদ দিবো !
আরও কিছু পাওনা হলেন যে
আপনার জন্য নিয়মিত রোমাঞ্চকর প্রেমের গল্প কবিতা উপহার থাকবে সোনেলায়।
অনেক ভালো থাকবেন ভাইজান।
হালিম নজরুল
প্রেমের গবেষণা চমৎকার কবিতায়।
এস.জেড বাবু
কৃতার্থ নজরুল ভাই
শুভেচ্ছা রইলো
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
নিরব সাগর
ভালবাসা বুঝি এমনি
এস.জেড বাবু
তা তো জানি না-
ভালোবাসার স্বরবর্ণের একটা প্রতিক চিনতে পারা এক জন্মের সৌভাগ্য।
তেমন ভালোবাসায় পরিপূর্ণ থাকুক আপনার ও সোনেলার সবার বাস্তব জীবন।
ভালো থাকবেন সবসময়