অনুষ্ণ অভিপ্রায়

ইসিয়াক ৮ জানুয়ারি ২০২০, বুধবার, ১০:০২:১৯পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

অনুষ্ণ অভিপ্রায়
==========

রাত নিশিথে নির্লিপ্ত বা্তাস
তোমার এলো চুলে যখন অবলম্বন খোঁজে আহ্লাদে।
সেই মুহুর্তে স্বয়ং স্বকীয় পরশ্রীকাতরতা চোখে
তোমায় কেবল ই দেখি!
আর ভাবি,
আমি নিজে পবন হলে বেশ হতো।
তোমায় অনেক গুলো পাপ্পা দিতাম যখন তখন।

তোমার হাসির আভাসে যখন
চাঁদ ঝরে পড়ে জোছনা মাখা অনুষঙ্গে,
ফুল , পাতা আর যাবতীয় অকৃত্রিম পংতিমালায়।
তখন আমার খুব চিত্তদাহ হয় ।

পুন:পুন ক্রমাগত মনে হয়
আমি যদি হতাম প্রিয় কোন ছন্দোবদ্ধ রচনা তোমার।
তুমি আমায় পড়তে অধিকন্তু প্রমোদে ।
আর আমি লুটিয়ে গড়িয়ে পড়তাম অকসর,
তোমার অন্ত:করণের অলি গলিতে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ