
তারপরও অব্যক্ত সব অনুরক্তা পোড়া দহন থেকে থেকে দিয়েই যায় আফোটা কলির মৃত সংবাদ।
দুহিতার হাত ফস্কে ছুটে যায় উল্টো সময়ের সাদা আর কালো রঙের গোলকধাঁধা গল্প।
নাভিশ্বাস জীবনের রন্ধ্রে রন্ধ্রে হিসাব কেতাবের খেরো খসরা জবু হয়ে থাকে যুক্তিহীন হয়ে।
নাগপাশ ছেড়ে -ছুড়ে বুঁদ হয়ে পড়ে থাকে মিছে কুয়াসায় চোখের আলো ডুবিয়ে।
আসন্ন আঁধার রোজ আসে মিনতির মত;
কেন আসো আলোটুকু কেড়ে নিতে!!!
ছবিঃনিজ
৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
এটাই নিয়তির প্রশ্ন অনুরক্ত দহন
সব উত্তর বিধার কাছে প্রিয় লিপি আপু
ভাল থাকবেন————
বন্যা লিপি
আপনিও ভালো থাকুন লিটন ভাই।
শুভ কামনা।
হালিমা আক্তার
নিয়তি বড় নিষ্ঠুর। চাইলেই আলো টুকু ধরে রাখা যায় না। আলেয়া হয়ে মিছে মায়ায় জড়িয়ে রাখে। শুভ কামনা রইলো।
বন্যা লিপি
শুভ কামনা আপনাকেও।