অনুভূতিহীন

খাদিজাতুল কুবরা ৩ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০১:০১:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

 

অভিজ্ঞতার সমাহারে পরিপূর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব  জীবন!
একমাত্র লক্ষমাত্রা স্থির হয়ে যায় কালক্ষেপণ।
কেমন করে যেন হারিয়ে গেছে আবেগ, উচ্ছ্বাস!
সে কি কেবল বয়সের দোষ?
নাকি প্রিয় মানুষদের নিস্পৃহতার আক্রোশ!
জীবনের কাছে কিছু চাওয়ার নেই পাওয়ার নেই,
নেই কোনো হাপিত্যেশ!
বেঁচে আছি এটাই ঢের বেশি মনে হয়,
দিনযাপনের রোজনামচায় কোনো যোগ চিহ্নের ব্যবহার আর কাম্য নয়।
মাতৃত্বের ঋণ শুধতে ভাগশেষে কিছু রেখে যেতে চাই,
অনুভূতি শূন্য প্রাণটাকে বাঁচিয়ে রাখতে তাই চেষ্টার ত্রুটি নেই।
নিজের জন্য  কোনো হালখাতা নেই।
শূন্যে শূন্যে পরিপূর্ণ আজ অতীতের খাতার প্রতিটি পাতাই।
অথচ আমি প্রতিটি মুহূর্তকে উদযাপন করতে চেয়েছি,
শরতের কাশফুলের সাথে মিলিয়ে হালকা নীল শাড়িতে
সাজতে চেয়েছি,
বৃষ্টির সাথে প্রিয় কোনো স্মৃতিতে আনমনা হতে চেয়েছি।
ধূলির আস্তরণে ঢাকা পড়েছে আমার সকল ইচ্ছেরা।
আকাশে ওড়েনা এখন আর ওরা।
আমি শুধু সূর্যোদয় আর অস্তাচলের সঙ্গী,
আর রাতের কাছে অনাহুত নিশাচর বিহঙ্গী!

২৭/০৮/২০২০ইং

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ