নিলামে তুলেছি আমার জমানো অনুভূতিগুলোকে।
কিনবে তুমি ? কমেই দেব, কিংবা দেব দরকষাকষি ছাড়াই!
কি পাবে তুমি ???

হ্যাঁ, পাবে তুমি একটা দগ্ধ, পুড়ে ছাই হওয়া,
বহু বছরের অপেক্ষমাণ রিদয়
যেখানে পড়ে রয়েছে তোমাকে নিয়ে দেখা বাহারী স্বপ্ন
এবং আধমরা স্বপ্নগুলোর আত্মচিৎকার ।
হাজারো অসমাপ্ত ক্যানভাসে আঁকা ছবি,
কোনটার নাম প্রতিক্ষা, কোনটা অপেক্ষা,
কোনটা অবহেলা, কোনটা বেদনা, কোনটা নামহীন।

পাবে, তোমাকে বলবার অপেক্ষায় রাখা
অজস্র অভিমানের পসরা;
দিনে দিনে বেডে যাওয়া, নতুন মোড়কের এক পাহাড় অভিমান;
যেগুলো আমি প্রতিদিন সাজাই নতুন করে, জিইয়ে রাখি, কোন একদিন তোমাকে একচোট বকে দেবার আশায়।
আদৌ তুমি শুনবো কিনা!
বা তোমার কত জনম যাবে শুনতে আমার জানা নেই।

পাবে তুমি, তোমার দেয়া ভুল কিছু শব্দ,
যেগুলো কেন বলেছিলে তুমি নিজেই  জানোনা।
তোমার অসংখ্য ফেলে যাওয়া স্মৃতি,
কিছু সকাল, দুপুর, রাত যেগুলো জমা আজীবনের।
তোমার সেই স্পর্শগুলো যেগুলো অস্থির করে তোলে,
ভেঙেচুরে একাকার হই বারবার,
যেগুলো এখন আমার ভেঙ্গে যাওয়া মধ্যরাতের ঘুম।

পাবে, তোমার সেই বন্যচোখের অবাধ্য চাহনি,
যার কাছে সমর্পিত ছিলো আমার সকল আয়োজন।
আর তোমার কাছে বিনা বাক্য ব্যয়ে সমর্পিত,
আমার অতৃপ্ত ঠোঁটের হাজারো চুম্বন।

ছবি- নেটের।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ