
বইঃ অনুভুতির আকাশে তারার মেলা।
লেখকঃ রিমি রুম্মান
প্রকাশকঃ সাঈদ বারী
প্রচ্ছদশিল্পীঃ রাগীব আহসান
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী ২০১৯।
মোট পৃষ্ঠাঃ ৮০
মূল্যঃ ১৭০.০০
পাঠ্য প্রতিক্রিয়া :
“রিমি রুম্মান” হচ্ছেন একজন বাংলাদেশী লেখক। আমেরিকায় পরবাসী। তাঁর লেখায় ফুটে উঠে সংগ্রামী মানুষের অনুভূতি। বইটি ২৫ টি ছোট ছোট গল্পের সমন্বয়ে। প্রত্যাকটি কাহিনী পাঠকের অনুভূতিকে সাড়া দেবে। তা বিশ্বাস রাখি।
সংগ্রাম মানেই জীবন , জীবন মানেই সংগ্রাম। ইন্টারমিডিয়েট পড়ার সময় পড়েছিলাম, “আমি হিটলার বলছি” একটি বই। তখন এর অর্থ বুঝি নাই। এখন বুঝছি। আর একটি বই পড়ে বুঝিতে পারিতেছি জীবন কি???
“অনুভুতির আকাশে তারার মেলা।“ শুন্য থেকে যাত্রা, উড়িতেছে আকাশ পানে, জীবনের টানে। এই বই পড়ে আমি খুবই উজ্জিবিত। সংগ্রাম কি বুঝিতেছি। মানুষের জীবন মানে কি, জীবনের উপলদ্ধি কি, জীবন কিভাবে বহমান, তা এই সোনেলার গর্ব, রিমি রুম্মান আপুর বইয়ে হাড়ে হাড়ে উপলব্দি করলাম।
এই বইটিতে একটি দম্পত্তি, একজন কর্মঠ মানুষ, দেশান্তরি হয়ে তাঁদের জিবনের শূন্য থেকে স্বচ্ছল হওয়ার সংগ্রামের চাক্ষস জীবন লিপি পাওয়া যায়। জীবন সংগ্রামে যাওয়া বা জীবনের জন্য পড়া খুবই প্রয়োজন মনে করি আমি। অনুভূতির কত গভীরে গমণ করলে এতো বাক্যবিন্যাশ আসে তা অবগত। সমাজে বাবা-মা, সন্তান, বউ শাশুড়ী সকলের একত্রে বসবাসের আনন্দ উৎফুল্ল কত মধুর তা দারুন প্রকাশ এইখানে। রক্তের সম্পর্কই না বন্ধুর সম্পর্ক,মানুষের আত্মার আত্বীয় বন্ধনও হয়, হয় আত্বজ।
বইটি পড়ে সবার ভাল লাগবে আশা করি। এটি আমার প্রথম কোন বই রিভিউ। সহয়তা করেছে সবার শ্রদ্ধেয় জিশান ভাই। রুমি রুম্মান আপু সোনেলার একজন সন্মানীয়া ব্লগার।
Thumbnails managed by ThumbPress
২৬টি মন্তব্য
মনির হোসেন মমি
বইটি সোনেলার উপহার হিসাবে পেয়েছি….পড়া হয়নি তবে অনেক লেখাই যেন পড়েছি মনে হচ্ছে।বইটির জন্য শুভ কামনা রইল এবং আগামী দিনে প্রত্যাশা লেখিকার কাছ হতে আরো কিছু বই নতুন প্রজন্মরা পড়তে পারবে।
রিমি রুম্মান
লেখাগুলো দেশের জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে আগে। তবে সবার আগে প্রিয় ‘সোনেলা ব্লগ’ এ প্রকাশিত হয়েছিল। ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
মনির ভাই, আপনি এই সোনেলার নিয়মিত ব্লগার সুতরাং আপনার অনেক পড়া হতি পারে।
তৌহিদ
অবশ্যই সংগ্রহ করবো আপু।ভালোলাগার বই হবে এটি আমি নিশ্চিত।
রিমি রুম্মান
খুশি হলাম জেনে। ভালো থাকুন সবসময়য়।
রিমি রুম্মান
খুশি হলাম জেনে। ভালো থাকুন সবসময়য়।
মাহমুদ আল মেহেদী
বইটি সংগ্রহ করে পড়বো কারন আমার জানা দরকার , কিভাবে তিনি নিজের মাটিতে ভালোবেসে চলেছেন এতদূর থেকে।
রিমি রুম্মান
জেনে ভাল লাগলো। অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
মজিবর ভাই, আপনি আমাদেরই সোনেলার একজনের প্রকাশিত বই এর রিভিউ লিখেছেন দেখে অত্যন্ত খুশি হয়েছি।
রিমি রুম্মান অত্যন্ত মায়া দিয়ে লেখেন তার সমস্ত লেখা। এমন ভাবে লেখেন যেন মনে হয়, লেখার চরিত্রগুলো আমাদের চারপাশেই আছেন, যাদের আমরা জানি এবং চিনি।
সুন্দর একটি রিভিউ লেখার জন্য ধন্যবাদ আপনাকে।
বইটি সোনেলার পক্ষ থেকে আমিও এককপি উপহার পেয়েছি 🙂
রিমি রুম্মান
মজিবর ভাইকে অনেক অনেক ধন্যবাদ রিভিউ লেখার জন্যে। তবুও সময় করে পড়েছেন। রিভিউ দিয়েছেন।
মোঃ মজিবর রহমান
আপনার সহজোগিতায় আমার এই প্রয়াস। আর এই বইটি পড়েও আমি অভিভূত।বইয়ে একটি জাইয়গায় আছে, সময়ে বা বয়সে কাজ না হোলে অনেক কিছুই ম্লান হবে হইতো। হইতো আমার জিবনেও তা হতে পারে।
সকলকে আমার অভন্দন পড়ার জন্য।
ইঞ্জা
ভাই, আপনি রিভিউ দিলেন তাও আমাদের প্রিয় রিমি রুম্মান আপু বইয়ের, বাহ দারুণ হয়েছে, খুব ভালো রিভিউ দিলেন ভাই, ধন্যবাদ আপনাকে।
রিমি রুম্মান
সোনেলা পরিবারের ভালোবাসা আমি সব সময়ই পেয়ে এসেছি। আন্তরিক ধন্যবাদ।
ইঞ্জা
আপু আপনার জন্য অনিঃশেষ শুভকামনা।
মোঃ মজিবর রহমান
পড়ার জন্য আপনাকে সাধুবাদ।
মেহেরী তাজ
বই টা প্রথম দুদিনেই পড়ে শেষ করে ফেলেছি। উনি ভালো লেখেন কোন সন্দেহ নেই।
আপনাকে ধন্যবাদ আমাদের লেখিকার বই এর রিভিউ প্রকাশ করার জন্য…।
রিমি রুম্মান
জেনে ভাল লাগলো যে, আপনি সময় করে পড়েছেন। কৃতজ্ঞতা।
রিতু জাহান
রিমি আপু আমাদের ব্লগের একজন গর্ব। আমরাও গর্বিত আপুকে নিয়ে।
আপনাকে ধন্যবাদ ভাই। অবশ্যই পড়ব। আমি এখানকার লাইব্রেরিতে লিস্ট দিয়ে দিয়েছি।
পেয়ে যাব দুই একদিনেই ইনশাআল্লাহ।
ভালো থাকুন ভাই।
রিমি রুম্মান
আপু, তোমাদের সকলের ভালোবাসা আমায় হাজারো ব্যস্ততার মাঝেও বার বার এখানে ফিরিয়ে নিয়ে আসে।
ছাইরাছ হেলাল
তিনি আমাদের গর্ব,
আমরা আনন্দ নিয়েই তার লেখা পড়ি, পরবো-ও।
আপনাকে ধন্যবাদ, বইটি নিয়ে লিখেছেন বলে।
রিমি রুম্মান
এই জন্যে মজিবর ভাইকে আন্তরিক ধন্যবাদ। সোনেলা পরিবারকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা।
মোঃ মজিবর রহমান
আপু আমি বইটি পড়ে মুগ্ধ।
শুন্য শুন্যালয়
আমাকে কত কত অপেক্ষা করতে হবে, কে জানে। তবে আপুর আগের বই দুটো আছে, এটিও এসে যাবে। আপুর লেখা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। রিমি আপু, রিমি আপু-ই।
ধন্যবাদ মজিবর ভাই রিভিউ এর জন্য।
সাবিনা ইয়াসমিন
বই পেয়েছি, পড়েছি। মজিবর ভাইজানকে ধন্যবাদ এতো সুন্দর করে রিভিউ দেয়ার জন্যে।
সোনেলা আমার উপহার কপিটি যদিও এখনো নিজের কাছেই রেখে দিয়েছে, তাতে কি? বই সংগ্রহের ইচ্ছে থাকলে সব ভাবেই করা যায়।😊
ব্লগার সজীব
আমিও রিমি আপুর বইটি কিনেছি বইমেলায় গিয়ে। বই কেনার সময় আমার খুব গর্ব হচ্ছিল। আপু আমাদের সোনেলারই আপু।
মোঃ মজিবর রহমান
সালাম সজীব ভাই। অনেক দিন পর আগমন। আবার কথা দেখাও হবে ইন শাল্লাহ।