ভালোবাসা আজকাল অনেকটা মোবাইল নেটওয়ার্ক এর মতো,

যেমন, একটা মোবাইলে সবাই দুটো করে সিম রাখে।
একটিতে প্রবলেম হলেই অন্যটা সাথে সাথে প্রায়োরিটি পায়।

আগে যেমন কথায় সমস্যা হলে মোবাইল উঁচু করে নেটওয়ার্কের জন্য এদিক সেদিক ছুটতো, তেমন আর কেউ ঘুরে না-
বাংলালিংক বন্ধ করে এয়ারটেল চালায়।

কি জানি !
মানুষের ভেতর মনও দুইটা হবে হয়ত-
আজকাল কাউকে কাঁদতে দেখিনা
বিশেষ কারো পিছনে ছুটতে দেখিনা।

অপেক্ষা করার প্রশ্নই আসে না।
ফ্রেন্ড, বেষ্ট ফ্রেন্ড আর গুড ফ্রেন্ড লাইনে থাকে-
কল প্রায়োরিটি চেঞ্জ করলেই অন্য নেটওয়ার্ক এভেইলএ্যাবল ।

হাহাহা
অফার সস্তা হলেই কেউ পুরুনো নেটওয়ার্কে ফিরে।
এমনিতেও বন্ধ সিমের অফার সবসময় ধামাকা অফারই হয়।

-
১৩/১০/২০১৯

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ