১.

ভালবাসার প্রতিদান শুধু ভালবাসাই হতে পারে।
প্রাপ্তি বা বিসর্জন ভালবাসার অনুসঙ্গ মাত্র,
আর চুড়ান্ত সত্য এই, সম্পন্ন ভালবাসাও একসময়
কেন্দ্রবিন্দু থেকে সরে ব্যাস-ব্যাসার্ধে ছড়িয়ে যায়,
যেমন সূর্যালোক ছড়িয়ে যায় দিকচক্রবালে।

 

২.

প্রতিক্ষা এক সর্বনাশা শব্দের প্রতিনাম,
নিঃশব্দ পরিণয়ে বুনে দেয় বিষের বীজ,
অন্তরের সবুজ শষ্য হয় সমূহ শ্মশান।

 

৩.

শহরের লৌকিক কোলাহলেরও একধরনের নির্জনতা থাকে,
নাগরিক ব্যস্ততারও থাকে যেমন এক রতিহীন গোপন ক্লান্তি।

 

৪.

তুমি এক সুদীর্ঘ কবিতা,
তোমাকে লিখে যাই সমাপ্তির উপলক্ষ্যে।

 

৫.

একদিন আমিও ব্যস্ত হব অন্তহীন কাঁদামাটিজলে...

৬.

হয়তো তার এই অনুভুতি শূন্যতাই আমার জন্য মঙ্গল।
আহা, আমি সে মঙ্গলের কক্ষপথ খুজিঁ না।
আমি ঊনমানুষ।
পৌনপুনিক শনির বলয়ে ঘুরে মরি।

 

৭.

অন্ধকারে মুদ্রিত দেহ, দন্ডিত আসক্তি
তার নিগূঢ় টানে অহর্নিশ মুদিত অক্ষি
মাটিপুত্র হলে বহুকাল এভাবে থাকতে হয়
পালিত হতে হয় এবংবিধ উজান নিয়মে।

 

 

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress