অনুপস্থিত দৃষ্টিহীনতা

ছাইরাছ হেলাল ২১ মে ২০২০, বৃহস্পতিবার, ১২:৫২:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

আবছায়া অবসন্নতার মাঝে
ত্রস্ততা অনুভব করি,
একটু ঝুঁকে পড়ে খুঁজে,
নিজেকে অনুপস্থিত দেখতে পাই;
ভাবি, এ হয়ত আমার দৃষ্টিহীনতা
দৃষ্টিভ্রম ও হতে পারে;

একটা চক্রাকার অনুপস্থিতি আমাকে ঘিরে রাখে
দৃষ্টিকটু ভাবে অন্ধত্ব নিয়ে, সাময়িক বা চিরকালীন
স্পর্শ-মূর্তি হয়ে চারদিক হাতড়ে বেড়াই,
শূন্যতার উপস্থিতিতে অনুভব করি
কোথাও কেউ নেই, সত্যি সত্যি-ই
আমি অনুপস্থিত;

তবুও দূর সবুজের গন্ধ তখন-ও
ঠিকঠাক ভেসে বেড়ায় সোনেলা-বন্ধুত্বের পরশে।

ছবি, নেট থেকে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ